ফের নেটিজেনদের কাঠগড়ায় জি বাংলার (Zee Bangla) সারেগামাপার (Sa Re Ga Ma Pa) বিচারকরা। না, এবার আর অন্তরা মিত্র নন। এবার বিচারের সময় পোড় খাওয়া গায়ক ইন্দ্রদীপ দাশগুপ্তের ভাষা শুনে কটাক্ষ শুরু করলেন নেট নাগরিকরা। প্রশ্ন উঠছে যোগ্যতা নিয়েও।
সারেগামাপার সাম্প্রতিক পর্বে প্রতিযোগী তিথির গান বিচারকদের একেবারেই পছন্দ হয়নি। তবে সেটা যে ভাষায় তিনি তিথির গানের সমালোচনা করেছেন তাতে বেজায় চটেছেন নেট নাগরিকরা। তিথির গান শুনে ইন্দ্রদীপকে বলতে শোনা যায়, “গলাটা খারাপ? ঠান্ডা লেগেছে? গানটির যে মূলভাব সেটার মধ্যে ঢুকিসনি বাবা। গানটার যে রিদম বাজছে সেটার মধ্যে একটা ঝোল আছে। ওই ঝোলটা গাওয়ায় ছিল না। গাওয়া গাওয়ার মতো হচ্ছে ঝোলটা নেই। এমন কিছু রকেট সায়েন্স নেই যে করতে হবে। তাল নিতে হবে। মূলভাব নিতে হবে। তোর থেকে এটা আশা করিনি।”
এরপরই ইমন চক্রবর্তী বলেন, “শুরুটা তুই খুব সুন্দর করেছিস। ভেবেছিলাম পুরোটাই ভালো করবি। তারপর স্কেল হোক বা কিছুর সমস্যা হয়েছে। শুনতে কোথাও কোথাও ফ্ল্যাট লেগেছে।” জোজো বলেন, “তুমি বললে তোমার গলা খারাপ নয়। কিন্তু আওয়াজ শুনে আজ আমার কেন, এখানে অনেকেরই হয়তো মনে হয়েছে যে তোমার গলাটা খুব টায়ার্ড। তুমি কি খুব টায়ার্ড? ঘুম হয়নি? উপরের যে নোটগুলি অনায়াসে পারিস সেগুলোতে মনে হচ্ছে যেন অনেক জোর দিতে হচ্ছে।”
এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই ইন্দ্রদীপের বলা কথাগুলো নিয়ে ব্যঙ্গ শুরু হয়। কেউ লিখছেন, “মাছের ঝোল, ডিমের ঝোল, মাংসের ঝোল হয় শুনেছি কিন্তু গানের ঝোল এই ফাস্ট শুনলাম । গানের মধ্যেও ঝোল রয়েছে।” আরেকজন মজা করে লিখলেন, “ঝোল দেয়নি শুধু দুই পিস মাংস দিয়েছিল।” তৃতীয় জন ইন্দ্রদীপকে উদ্দেশ্য করে লেখেন, “ওঁকে দুই পিস মাংস দাও।” চতুর্থ জন লিখলেন, “ঝোল থাকলে একটু মাখিয়ে কষিয়ে খেতো।” পঞ্চম ব্যক্তি লেখেন, “ইমনকে গাইতে বলুন না যে ঝোলটা কীভাবে দিতে হবে । যতসব।” কেউ কেউ আবার জোজোর লিপস্টিক নিয়েও কটাক্ষ ছুঁড়ে লেখেন, “জোজোর লিপস্টিকের কালার এমন কেনে?”
আরও পড়ুন : ইংরেজিতে মুক্তি পেল স্টার জলসার অনুরাগের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
আরও পড়ুন : সুর-তালের পিন্ডি চটকে গান গাইলো দুই শালিকের ঝিলিক! ছিঃ ছিঃ করছে নেটিজেনরা
প্রায় প্রত্যেক সপ্তাহেই সারেগামাপার বিচারকদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে এমনই কটাক্ষ চলে। এর আগে অন্তরা মিত্রকে নিয়েও এমনটা হয়েছিল যখন তিনি এক প্রতিযোগীর গানের ভুল ধরেছিলেন। প্রশ্ন উঠেছিল তার যোগ্যতা নিয়েও। এবার নেট নাগরিকদের নিশানায় পড়ে গেলেন ইন্দ্রদীপ। যাকে কেন্দ্র করে বেশ সরগরম নেট মাধ্যম।