বিয়ের পিঁড়িতে বসলেন সারেগামাপার শুভশ্রী দেবনাথ। ২০শে ফেব্রুয়ারি তিনি তার মনের মানুষের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন। তার স্বামী শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে তার প্রেমটা দীর্ঘদিনের। সারেগামাপার মঞ্চেই শুভজিৎ শুভশ্রীকে প্রপোজ করেছিলেন। সম্প্রতি তাদের বিয়ের ফটো সোশ্যাল মিডিয়াতে এসেছে। গায়িকার বিয়ের খবর পেয়ে খুবই খুশি দর্শকরা।
কাকে বিয়ে করলেন শুভশ্রী?
শুভশ্রীর বিয়ে হল দুর্গাপুরে। বিয়ের দিন লাল বেনারসি, হাতে আলতার কলকা, সোনার গয়নার সাজে সেজেছিলেন শুভশ্রী। আর তসর রঙের ধুতি ও পাঞ্জাবি পরেছিলেন শুভজিৎ। শুভজিৎ ইন্ডিগো বিমান সংস্থার ফ্লাইট ডিসপ্যাচার। আপাতত কর্মসূত্রে তিনি দিল্লিতে রয়েছেন। আইনি দিয়ে বেশ কিছুদিন আগেই সেরে ফেলেছিলেন তারা। এতদিনে সামাজিক বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন দুজনে।
শুভশ্রী এবং শুভজিতের প্রেম
একই ব্যাচে টিউশন পড়তে পড়তে শুভশ্রী এবং শুভজিতের প্রেম হয়। যদিও শুভজিৎ শুভশ্রীর থেকে বয়সে এক বছরের বড়। ক্লাস টুয়েলভ এর পর শুভজিৎ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে শুরু করেন। তারপর তিনি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। আর শুভশ্রীও সংগীতের দুনিয়ায় গড়েছেন নিজের পরিচয়। শুভশ্রী কিন্তু সারেগামাপার প্রাক্তন বিজয়ী আলবার্ট কাবোর শিক্ষিকা ছিলেন। প্রতিযোগী হিসেবে আসার আগে তিনি মেন্টর হিসেবে কাজ করেছিলেন সারেগামাপাতে।
আরও পড়ুন : সোনার মেডেল, মোটা অংকের টাকা! সারেগামাপার বিজেতারা কী কী পাবেন?
আরও পড়ুন : মাত্র ১১ টাকায় কোন জনপ্রিয় গান গেয়েছিলেন অরিজিৎ সিং?
এর আগে সারেগামাপার সেটেই শুভশ্রী এবং শুভজিতের এনগেজমেন্টের অনুষ্ঠান করা হয়। দেখা যায় হাঁটু গেড়ে বসে শুভশ্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন শুভজিৎ। যখন আংটি বদল হচ্ছিল তখন কুমার শানু ‘ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা’ গান গাইছিলেন। উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি মঞ্চের উপর সেই গানে পারফর্ম করেছিলেন। এনগেজমেন্টে যেহেতু এত ধুমধাম হয়েছে তাই বিয়েতে আর খুব বেশি চাকচিক্য করেননি তারা। আত্মীয় এবং কাছের বন্ধুদের নিয়ে খুব সাধারণভাবেই শুভশ্রী এবং শুভজিৎ এর বিয়েটা হল।