সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে উঠলো কারা? প্রকাশ্যে ফাইনালিস্টদের তালিকা

একেবারে অন্তিম রাউন্ডের পথে এগোচ্ছে জি বাংলার সারেগামাপা। সেমিফাইনালের শুটিং হয়ে গিয়েছে এরই মধ্যে। দীর্ঘ প্রায় এক বছরের যাত্রা এবার শেষের পথে। ফাইনাল রাউন্ডে বেছে নেওয়া হবে সেরার সেরা প্রতিযোগীকে। তবে জি বাংলার সা রে গা মা পার বর্তমান সিজনের ফাইনাল রাউন্ডে জায়গা পেলেন কারা? টপ ফাইভে কোন কোন প্রতিযোগী জায়গা পেলেন?

জানুয়ারি মাসেই প্রথম জানা যায় সারেগামাপা সেমিফাইনাল রাউন্ডের শুটিং হয়ে গিয়েছে। অর্থাৎ সেমিফাইনাল রাউন্ড এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে। এবার প্রকাশ্যে এল গ্র্যান্ড ফিনালে এপিসোডের প্রথম প্রোমো। এই সেরা ৫ এর মধ্যে আপাতত কেবল তিনজনকেই প্রোমোতে দেখানো হয়েছে। তাদের মধ্যে একজন অনীক জানা, অপরজন অতনু মিশ্র এবং তৃতীয় জন আরত্রিকা সিনহা। প্রোমোতে এই তিনজনের ভক্তদের তাদের নাম ধরে সমর্থন জানাতে দেখা যাচ্ছে।

SAREGAMAPA

এই প্রোমো ভিডিওর কমেন্ট সেকশনেও দর্শকদের উৎসাহ চোখে পড়ার মত। টপ ফাইনালিস্টদের নাম থেকে শুরু করে সম্ভাব্য বিজেতা কে হতে পারে এই নিয়ে চলছে জোর চর্চা। সকলেই আপন আপন মতামত রাখছেন। এগিয়ে রাখছেন নিজের পছন্দের প্রতিযোগীকে। অন্যদিকে আবার সারেগামাপার সেমিফাইনাল এপিসোডের পর বিচারক রাঘব চ্যাটার্জী একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে অনীক এবং অতনুর সঙ্গে সত্যজিৎকেও দেখা যায়। তাদের তিনজনের মাথাতেই ছিল সোনালী টুপি যাকে বলে গ্রাজুয়েশন হ্যাট। সেই ছবিতে আরাত্রিকার দেখা পাওয়া যায়নি।

আরও পড়ুন : রাতারাতি বন্ধ হয়ে গেল একাধিক ধারাবাহিকের শুটিং! কী হবে বাংলা সিরিয়ালের ভবিষ্যৎ?

SAREGAMAPA

আরও পড়ুন : মুখের কী ভাষা! সারেগামাপার বিচারকের সমালোচনায় সরব নেটপাড়া

সারেগামাপা ২০২৪ শুরু হয়েছিল মোট ৩১ জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে। এই বছর কোনও মেন্টর রাখা হয়নি। রাখা হয়েছে ৮ জন বিচারক। শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, কৌশিকি চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায় এবং জাভেদ আলী, আটজন বিচারকের চারটি দল বানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চের শুরুতেই গ্র্যান্ড ফিনালে সম্পন্ন হবে।