রাতারাতি জি বাংলার সিরিয়াল ছেড়ে দিলেন নায়ক! ধারাবাহিক বন্ধের জল্পনা তুঙ্গে

জি বাংলাতে এখন একটার পর একটা সিরিয়ালের হয় সম্প্রচার বন্ধ হচ্ছে আর নয় তো বদলে যাচ্ছে স্লট। এই যেমন এখন বন্ধের মুখে অমর সঙ্গী, নিম ফুলের মধু, মালা বদলের মতো সিরিয়ালগুলি। অন্যদিকে টাইম স্লট পরিবর্তন হয়েছে আনন্দী, মিঠিঝোরার। তবে শোনা যাচ্ছে মিঠিঝোরাও নাকি এখন শেষের পথে। তবে এইসব নিয়ে জল্পনার মাঝেই এলো নতুন দুঃসংবাদ। রাতারাতি নাকি ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন নায়ক।

মিঠিঝোরা ছেড়ে দিলেন সপ্তর্ষি রায়

বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এই সিরিয়ালটি নাকি বন্ধ হবে। এমনিতেই দিনে দিনে এই সিরিয়ালটির টিআরপি কমছে। তবুও ধারাবাহিকে একটা নতুন মোড় দিতে রাই এবং অনির্বাণের সম্পর্কটার উপর এক্সপেরিমেন্ট চালানো হয়। সবকিছু ঠিক হয়ে যায় দুজনের মধ্যে। তবে তার পরেও অনির্বাণের সঙ্গে ঘটে যায় দুর্ঘটনা। তাকে মৃত দেখানো হয়। অন্যদিকে রাই আবার অন্তঃসত্ত্বা। এসব টানাপোড়নের মাঝেই এবার সিরিয়াল থেকে সরে গেল শৌর্য। চিরতরে শৌর্যের চরিত্রটিকে বিদায় জানালেন সপ্তর্ষি।

 Saptarshi Roy

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সপ্তর্ষি তার অভিনীত শৌর্য চরিত্রটির বেশ কিছু ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে শেয়ার করেন। এই ছবিগুলি শেয়ার করে সপ্তর্ষি সিরিয়ালটিতে তার সফর শেষের ঘোষণা করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “ভালো থেকো শৌর্য। ভালবাসায় থেকো। আবার আসিব ফিরে।” তার এই ঘোষণা দেখে রীতিমত মন খারাপ হয়ে গিয়েছে ভক্তদের। কমেন্ট বক্সে তারা লিখছেন, “শৌর্যকে কি আর দেখতে পাবো না? এই সিরিয়াল শৌর্য ছাড়া দেখতে ভালো লাগে না।”

আরও পড়ুন : রাতারাতি বদলে যাবে ‘চিরসখা’র নায়ক! সুদীপের জায়গায় আসবেন কোন নতুন অভিনেতা?

 

View this post on Instagram

 

A post shared by Saptarshi Roy (@r_saptarshi)

আরও পড়ুন : সিরিয়াল ছেড়ে বড় পর্দায় পা! বহু বছর পর ফিরবেন ‘রাগে অনুরাগে’ নায়িকা

দর্শকরা শীঘ্রই সপ্তর্ষিকে আবার নতুন কোনও সিরিয়ালে দেখার আবদার করছেন। অভিনেতাও অবশ্য তার এই পোস্টে তেমন ইঙ্গিতই করেছেন। এখন তার চরিত্রটির মুখ বদল হবে নাকি শৌর্য চরিত্রটির এখানেই ইতি হবে সেটা ক্রমশ প্রকাশ্য। এমনিতেই বর্তমানে মিঠিঝোরা বন্ধ হওয়া নিয়ে তুমুল জল্পনা চলছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রদের সিরিয়াল থেকে সরে যাওয়া নিয়ে জল্পনা বাড়ছে।