নতুন নায়কের এন্ট্রি হল গৃহপ্রবেশে! গল্পে আসছে দারুণ টুইস্ট

অবশেষে জল্পনাটাই সত্যি হলো। গৃহপ্রবেশে পা রাখলেন নতুন নায়ক। স্টার জলসার এই সিরিয়ালের গল্প সম্প্রতি নতুন মোড় নিয়েছে। সিরিয়ালের নায়ক আদৃতের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে সে সবকিছু ভুলে গিয়েছে। আদৃতর জীবনে এন্টি নিয়েছে নতুন এক নায়িকা মোহনা। সেই ভূমিকাতে অভিনয় করছেন কৌশাম্বী চক্রবর্তী। এদিকে শুভলক্ষ্মীর জীবনেও নতুন নায়কের প্রবেশ হল। গল্পে এলো আকাশ নামের এক নতুন চরিত্র।

ব্যবসায়ী আকাশ সেনের সঙ্গে আদৃতের চুক্তি হয়েছিল একটি। কিন্তু মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে সেই কাজ আর এগোয়নি। এই আকাশের চরিত্রে অভিনয় করবেন সপ্তর্ষি মৌলিক। শ্রীময়ী, এক্কাদোক্কা, অষ্টমী সিরিয়ালের পর আবার নতুন ভূমিকায় ক্যামেরার সামনে ফিরছেন সপ্তর্ষি। সম্প্রতি সিরিয়ালের একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। তাতে দেখা গেল অফিসে ঢোকার মুহূর্তে আকাশের সঙ্গে শুভলক্ষ্মীর ধাক্কা লাগে। তার হাত থেকে ফুলের তোড়া পড়ে যায়।

Grihoprobesh

আকাশ নিজেকে আদৃতের নতুন বিজনেস পার্টনার বলে পরিচয় দেয়। ঠিক তখনই আকাশের একটা ফোন আসে যে ফোনটি করেছিল মোহনা। মোহনা তাকে জানায় নিউ ইয়র্কের টিকিট কাটা হয়ে গিয়েছে। কথা বলার মাঝেই আদৃত মোহনার কাছে আসে হাতে ফুল নিয়ে। তার গলার আওয়াজ এ পাশ থেকে শুনে ফেলে শুভলক্ষ্মী। আদৃতের কণ্ঠস্বর সে চিনতে পারে। চমকে উঠে সে বলে, “এটা কে কথা বলছিল প্লিজ বলুন।”

আরও পড়ুন : বিয়ের ২ মাসেই মা হতে চলেছেন! সুখবর দিলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা

Grihoprobesh

আরও পড়ুন : এবার হু হু করে বাড়বে টিআরপি! বলিউডের হটবম্ব প্রবেশ করবেন খতরো কে খিলাড়িতে

এই প্রোমো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে আর কি কখনো এক হতে পারবে আদৃত-শুভলক্ষ্মী? আদৃতের দুর্ঘটনার পর গল্প এক বছর এগিয়েছে। তবে আদৃতের স্মৃতিশক্তি এখনও ফেরেনি। এখন সে কলকাতাতে রয়েছে। তার মৃত্যুর খবর নিউইয়র্কে ছড়িয়ে গিয়েছে। কলকাতা থেকে নিউইয়র্ক, কীভাবে আদৃত ও শুভলক্ষ্মীর আবার মিল হবে? আকাশ এবং মোহনাই কি মিলিয়ে দেবে দুজনকে? গল্প কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার।