ফের বড়পর্দায় ফিরছে ‘ফেলুদা’, কে হবেন ফেলুদা, রইলো সম্ভাব্য কিছু নাম

সন্দীপ রায়ের (Sandip Roy) হাত ধরে ফের বড় পর্দায় ফিরছে ফেলুদা (Feluda)! বড়দিন উপলক্ষে আপামর বাঙালিকে বড় উপহার দিল এসভিএফ (SVF)। আগামী বছর পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে বড় পর্দায় মুক্তি পাবে ‘হত্যাপুরী’। ফেলুদার সঙ্গে তার দুই সঙ্গী তোপসে আর জটায়ুও হাজির। তাই বলতে গেলে প্রায় ১ দশক পরে বড় পর্দায় হাজির হবে থ্রি মাস্কেটিয়ার্স।

ফেলুদা আসার খবর জানা গেলেও ফেলুদা হিসেবে কে অভিনয় করবেন সেই অভিনেতার নাম এখনও জানা যায়নি। জানা যায়নি তোপসে আর জটায়ুদের চরিত্রাভিনেতার এর নাম। তবে শোনা যাচ্ছে প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার চরিত্রে এবার যিনি অভিনয় করেছেন তাকে নাকি এর আগে এই চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। তাহলে ফেলুদার ভূমিকায় রয়েছেন কে? রইলো সম্ভাব্য নামের একটি তালিকা।

https://twitter.com/SVFsocial/status/1474598128338694145

ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) : আরব সাগর পারের অভিনেতা ইতিমধ্যেই টলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন। শোনা যাচ্ছে ফেলুদার চরিত্রের জন্য ইন্দ্রনীলের অডিশন নেওয়া হয়েছে। তার ৬ ফুটের নির্মেদ পেটানো চেহারা, তীক্ষ্ণ নাক-চোখ-মুখের সঙ্গে ফেলুদার মিল রয়েছে। এছাড়াও তার ভারী কন্ঠস্বর ও অভিনয় ক্ষমতা নিঃসন্দেহে ফেলুদা চরিত্রের মানদণ্ডে উতরে যায়।

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) : এর আগে ওয়েব সিরিজে ফেলুদা হিসেবে দেখা গিয়েছে পরমব্রতকে। এছাড়াও সন্দীপ রায় পরিচালিত ফেলুদার ‘বোম্বাইয়ের বোম্বেটে’তে তোপসে হয়েই টলিউডে পা রেখেছিলেন তিনি। ফেলুদার মতো তারও ৬ ফুটের লম্বা শরীর, ধারালো চেহারা। তবে ইতিমধ্যেই বড়পর্দাতে ব্যোমকেশ হিসেবেও দেখা গিয়েছে তাকে। তাই পরমব্রত কতটা ফেলুদা হয়ে উঠতে পারবেন, দর্শক কীভাবে গ্রহণ করছেন সেই নিয়ে থাকছে সংশয়।

জিতু কামাল (Jeetu Kamal) : সত্যজিৎ রায় হিসেবে জিতুর একটি লুক অবাক করে দিয়েছে নেট দুনিয়াকে। অনীক দত্তের পরিচালনায় ‘অপরাজিত’তে সত্যজিৎ রায়ের লুকে জিতু কামালকে দেখে চমকে উঠেছেন দর্শকরা। তাই দর্শকের আশা, সত্যজিতের লুকে যিনি এতটা পারফেক্ট, তার ফেলুদা হয়ে ওঠা মোটেও অসম্ভব নয়।