ভয়ংকর দুর্ঘটনার মুখে সৌরভের মেয়ে! কোনওমতে প্রাণে বাঁচলেন সানা গাঙ্গুলী

ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েও কোনওমতে প্রাণে বাঁচলেন সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মেয়ে সানা গাঙ্গুলী (Sana Ganguly)। নিজের বাড়ির কাছেই তার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। তাতে কোনওমতে রক্ষা পান সানা। কিন্তু এই ঘটনায় খুবই আতঙ্কিত সৌরভ এবং তার পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গত ৩রা জানুয়ারি বেহালা চৌরাস্তায় দুটি বাসের মধ্যেই রেষারেষি চলছিল। তার মধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে সানার গাড়ি উল্টে যেতে পারত। কিন্তু তার ড্রাইভার খুবই দক্ষতার সঙ্গে গাড়িটিকে নিয়ন্ত্রণ করে নেন।

SOURAV AND SANA GANGULY

সৌভাগ্যবশত বাসটি গাড়ির যেদিকে ধাক্কা মারে, সানা সেদিন ওই দিকে বসেননি। বাসের ধাক্কায় গাড়ির ওই অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সানার কোনও ক্ষতি হয়নি। তবে এই দুর্ঘটনায় তিনি খুবই আতঙ্কিত হন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারাই সানাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। ঘাতক বাসের চালককেও আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : টাকার জন্য মেয়েকে ক্রিকেটার করতে পারেননি! দাদাগিরিতে আফসোস সৌরভ গাঙ্গুলীর

Sana Ganguly

আরও পড়ুন : বেতন বাবার থেকেও বেশি! সৌরভ গাঙ্গুলীর মেয়ে কী কাজ করছেন এখন?

উল্লেখ্য, কলকাতাতে দিন দিন বেপরোয়া বাসের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। বেহালা থেকে সল্টলেক সর্বত্র একই চিত্র। বারংবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন স্থানীয়রা। এবার দুর্ঘটনার কবলে পড়লেন খোদ সৌরভের কন্যা। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সৌরভ এবং তার পরিবার।