সোমবার রাতে কলকাতার বুকে ঘটে গেল আরও এক অনভিপ্রেত ঘটনা। অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের (Samrat Mukherjee) গাড়িতে অ্যাক্সিডেন্টের শিকার হলেন ২৯ বছরের এক যুবক। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ঠিকই, কিন্তু গভীরভাবে আহত হয়েছেন। আর এরপর থেকেই সম্রাটকে নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতে।
তবে এই প্রথম নয়, সম্রাট মুখোপাধ্যায় এর আগেও সোশ্যাল মিডিয়াতে সমালোচনার সম্মুখীন হয়েছেন তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। দু’বছর আগে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন সম্রাট ও তার স্ত্রী ময়না মুখোপাধ্যায় (Moyna Mukherjee)। সেখানে অভিনেতা তার জীবনের স্ট্রাগলের কথা বলছিলেন। জানিয়েছিলেন বিয়ের পর তারা তিনবার গর্ভপাত করেছেন।
সম্রাট এবং ময়না একসঙ্গেই বলেন ওই সময় তারা সন্তান নিতে প্রস্তুত ছিলেন না। তাই তাদের গর্ভপাত করাতে হয়েছিল। সম্রাট জানিয়েছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকলে প্ল্যানিং থাকে। বিবাহিত বলে ততটা প্ল্যানিং থাকে না। সদ্য সদ্য বিয়ে করার পর তারাও তেমন সতর্ক ছিলেন না। যে কারণে প্রথমবার গর্ভপাত করাতে হয়েছিল। দ্বিতীয়বারেও বোঝেননি যে গর্ভধারণ করে ফেলবেন। আর তৃতীয়বার তারা কাজের কন্ট্রাক্টে ছিলেন। তাতে লেখাই ছিল যে এই সময়কালে তারা সন্তান নিতে পারবেন না।
কিন্তু এই নিয়ে চরম সমালোচনা হয়েছিল সেই সময়। শুধুমাত্র সতর্কতার অভাবে তিন তিনটে প্রাণ নষ্ট করা নিয়ে উঠেছিল প্রশ্ন। যার পরিপ্রেক্ষিতে অভিনেতার যুক্তি ছিল, ‘‘এটাকে প্রাণ নষ্ট বলে মনে করি না। একটা প্রাণ যদি পৃথিবী অবধি আনি, সেটাকে প্রাণ বলি। আমরাও তো ডিমও খেয়ে ফেলছি, সেটাকেও তো আমরা প্রাণ বলে মানি না। সেরকমই এক্ষেত্রেও। একটা প্রাণকে পৃথিবীতে নিয়ে এসে তারপর তাকে সঠিকভাবে লালন-পালন করাটা দরকার। এখন আমার বাচ্চাকে আমি যে শিক্ষা, যে লাইফস্টাইল দিচ্ছি, তখন তা পারতাম না।’’
আরও পড়ুন : মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং! যুবককে পিষে দিলেন টলিউড অভিনেতা
আরও পড়ুন : “অনেক করেছ পাপ, নেই কোনও অনুতাপ!”, শুভশ্রীর চাঁচাছোলা নিশানায় কে?
তবে এরপর অবশ্য সম্রাট এবং ময়নার কোল আলো করে এসেছে দু-দুটি সন্তান। এখন যমজ সন্তানের বাবা-মা তারা। সন্তান-সংসার এবং কাজ নিয়ে বেশ ভালই ছিলেন এই দম্পতি। কিন্তু সোমবার রাতের দুর্ঘটনায় ওলটপালট হয়ে গেল অনেক কিছুই। এই মুহূর্তে বেহালা পুলিশের হেফাজতে আছেন সম্রাট। মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোয় তার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন নেট নাগরিকরা।