লরেন্স বিষ্ণৌইকে যোগ্য জবাব দিলেন সালমান খান! ভিডিও দেখে চমকে উঠলো গোটা দেশ

মাস সিনেমার বাপ হয়ে ফিরছেন সালমান খান (Salman Khan)। ২০২৫ সাল কার্যত ‘সিকান্দার’ (Sikandar) সালমানের নামে হতে চলেছে। টাইগার এবার সিকান্দার হয়ে ধরা দেবেন বড় পর্দায়। তার টিজারই কার্যত আগুন ধরিয়ে দিল নেট পাড়ায়।

২৮ শে ডিসেম্বর সালমানের আসন্ন সিনেমা সিকান্দারের ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজার মুক্তি পেল। শুরুতেই দুর্ধর্ষ অ্যাকশন মোডে পাওয়া গেল ভাইজানকে। আর সালমানের অ্যাকশন যেখানে, সেখানে সিনেমা হিট না হয়ে যায় কোথায়? মুক্তির আগেই কার্যত সিকান্দার ব্লকবাস্টার বলে ঘোষণা করে দিলেন ভক্তরা।

Sikandar

টিজারে দেখা গেল অস্ত্র ভর্তি একটি ঘরে বেশ কিছু মানুষ সামুরাইয়ের পোশাকে দাঁড়িয়ে আছেন। তাদের ফাঁদে পা দিয়ে সালমান সেই ঘরে ঢুকে পড়েন। কিন্তু শত্রুদের চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “শুনেছি অনেক লোক নাকি আমার পেছনে পড়ে আছে।” টিজারের এই জায়গাতে এসে নেট নাগরিকরা মনে করছেন সালমান কার্যত তার চরম শত্রু লরেন্স বিষ্ণৌইকে এই জবাব দিলেন। যার গ্যাং কার্যত সালমানের পেছনে পড়ে আছে তাকে হত্যা করার জন্য।

আরও পড়ুন : ফ্যামিলি ম্যান থেকে পাতাললোক! ২০২৫ শে মুক্তি পাবে এই ৫ ওয়েব সিরিজের সিক্যুয়াল

এই ভিডিও দেখে সিকান্দারের প্রতি আগ্রহ অনেক গুণে বেড়ে গেল দর্শকদের। কেউ লিখছেন, “ভাইজানকে এরকম লুকে আগে কখনও দেখিনি।” কেউ লিখছেন, “আরে বা উনি তো বল পুরো মাঠের বাইরে পাঠালেন। দারুণ দারুণ। পুরো মাস ছবির ঝলক।” আবার কেউ সালমানের প্রশংসায় লিখলেন, “মাস ছবির বাপ ফিরে এসেছে।” মাত্র ৩ দিনেই ৫ কোটিরও বেশি মানুষ দেখে নিয়েছেন এই টিজার।