এই মেয়ের জন্যই আজও অবিবাহিত সালমান খান! প্রকাশ্যে এল সেই নারীর পরিচয়

মা সালমা খানের (Salma Khan) জন্যই নাকি বিয়ে হলো না সালমান খানের! এমনই চাঞ্চল্যকর সত্যি প্রকাশ্যে আনলেন সালমানের বাবা সেলিম খান (Salim Khan)। কিন্তু কেন সালমা বাঁধা হয়ে দাঁড়াচ্ছেন ছেলের বিয়েতে? এতদিন সবাই মনে করতেন সালমান খান (Salman Khan) বিয়ে না করার পেছনে হয়তো রয়েছে তার প্রেমের তিক্ত অভিজ্ঞতা। কিন্তু আসল ঘটনা ফাঁস করলেন সালমানের বাবা সেলিম খান।

বর্তমানে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান। বলিউডের বহু সুন্দরী তার প্রেমিকা হয়েছেন। কিন্তু কেউই তাকে বিবাহবন্ধনে বাঁধতে পারেননি। এতদিন সবাই মনে করতেন সালমান হয়ত বিয়েতে বিশ্বাস রাখেন না। কিন্তু সালমান আসলে বিয়ে করছেন না তার মায়ের জন্য। ঠিক কী বললেন সেলিম খান?

Salman Khan

ছেলে কেন বিয়ে করছে না এই প্রশ্নের উত্তরে সেলিম বলেন সালমান খুব তাড়াতাড়ি সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু বিয়ের সাহস পান‌ না। আসলে তিনি খুবই সরল মনের। তার ভয়, সেই মেয়েটি কি আদেও পারবে তার মায়ের মত পরিবারে খেয়াল রাখতে? আসলে সালমান তার মায়ের মত পাত্রী চান। যিনি তাদের গোটা পরিবারকে আগলে রাখবেন।

আরও পড়ুন : শরণার্থী থেকে ক্যাবারে কুইন! সালমানের সৎ মা হেলেনের জীবন সিনেমা থেকে কম নয়

SELIM KHAN`S FAMILY

আরও পড়ুন : স্ত্রী বা মেয়ে নন, কার ছবি ফোনের ওয়ালপেপারে রাখেন শাহরুখ খান?

সালমান আসলে চান তার স্ত্রী স্বামীর খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। সন্তানদের জন্য রান্না করবে, হোমওয়ার্ক করতে, তৈরি হতে সাহায্য করবে। ঠিক যেমনটা তার মা করেছেন। আজকের যুগে তেমন মেয়ে পাচ্ছেন না সালমান খান। সেই কারণেই নাকি তিনি আজও অবিবাহিত। তবে সালমানের মা কিন্তু ছেলের বিয়ে দিতে ভীষণ তৎপর। তিনি বহু চেষ্টা করেছেন। বাস্তু মেনে সালমানের ঘরের খোলনলচে বদলে ফেলেছেন। কিন্তু কিছুতেই সালমানকে বিয়ের জন্য রাজি করাতে পারেননি।