বর্তমানে বলিউডের বাজার কাঁপাচ্ছে ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, অক্ষয় খান্না অভিনীত সিনেমা ‘ছাবা’। ছত্রপতি শিবাজীর ছেলে সম্ভাজীর ভূমিকায় অনবদ্য ভিকির অভিনয় দেখে চোখ জুড়িয়েছে সকলের। ঔরঙ্গজেবের ভূমিকায় দাপট দেখিয়েছেন অক্ষয় খান্না। এছাড়াও রশ্মিকা মান্দানা, দিব্যা দত্ত, আশুতোষ রানাদের অভিনয় সিনেমাটিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে। বক্স অফিসে দুহাতে উপার্জন করছে ‘ছাবা’। কিন্তু এই সিনেমার অভিনেতারা কে কত পারিশ্রমিক পেলেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি? দেখে নিন এক নজরে।
ভিকি কৌশলের পারিশ্রমিক
ভিকি কৌশল : এই সিনেমার মধ্যমণি ভিকি। স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক সবার থেকে বেশি। এই একটি সিনেমা করতে ভিকি কৌশল ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। ভিকির জীবনের মাইল ফলক বলা যেতে পারে এই সিনেমাকে। কারণ এটি শুধু তার কেরিয়ারের সবথেকে বড় ওপেনিং নয়, এই সিনেমা এই বছর আপাতত বলিউডের প্রথম সবথেকে বড় ওপেনিং।
রস্মিকা মান্দানার পারিশ্রমিক
রশ্মিকা মান্দানা : রশ্মিকা এই সিনেমাতে সম্ভাজির স্ত্রী যিশু বাইয়ের ভূমিকাতে অভিনয় করেছেন। তার পারিশ্রমিক ৪ কোটি টাকা।
অক্ষয় খান্নার পারিশ্রমিক
অক্ষয় খান্না : অক্ষয় খান্নার কেরিয়ারের অন্যতম বড় কাম ব্যাক এই সিনেমা। একটা সময় অক্ষয় বলতে গেলে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছিলেন। ঔরঙ্গজেবের ভূমিকায় তার বলিউডে এমন প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ছিলেন না কেউই। অক্ষয় খান্না এই সিনেমাতে হিরোইনের থেকেও কম পারিশ্রমিক পেয়েছেন। কেবল আড়াই কোটি টাকা পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
দিব্যা দত্তের পারিশ্রমিক
দিব্যা দত্ত : এছাড়াও এই সিনেমাতে সাপোর্টিং রোলে রয়েছেন একাধিক বলিউড তারকা। তাদের মধ্যে একজন হলেন দিব্যা দত্ত। তিনি পেয়েছেন ৪৫ লক্ষ টাকা।
আরও পড়ুন : কুম্ভমেলার মোনালিসা এখন বলিউড নায়িকা! প্রথম সিনেমা থেকে কত পারিশ্রমিক পাবেন মোনালিসা?
আরও পড়ুন : ৯ বছর পর দুর্ধর্ষ কামব্যাক সনম তেরি কসমের, কত আয় করল?
আশুতোষ রানার পারিশ্রমিক
আশুতোষ রানা : নজর কেড়েছেন আশুতোষ রানাও। তার পারিশ্রমিক ৮০ লক্ষ টাকা।