বর্তমান সময়কালে আর সিরিয়াল কিংবা সিনেমা বলে আলাদা করে অভিনেতা ও অভিনেত্রীদের সীমাবদ্ধ করা যায় না। এমন বহু অভিনেতা রয়েছেন যারা সিরিয়াল ইন্ডাস্ট্রি থেকে উঠেছেন এবং বলিউডে চুটিয়ে কাজ করছেন। আবার উল্টোটাও হতে দেখা গিয়েছে। আজ এই প্রতিবেদনে এমন এক সিরিয়াল অভিনেত্রীর কথা বলব যার জীবনটা বড়ই বৈচিত্র্যপূর্ণ। পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, টুইস্ট রয়েছে তার জীবনের সর্বত্র। নাম তার সাক্ষী তানোয়ার।
সাক্ষীকে অসংখ্য হিন্দি সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তিনি বড়ে আচ্ছে লাগতে হে সিরিয়ালের নায়িকার চরিত্রে ছিলেন। এই সিরিয়ালটি ওই সময়ের টিআরপি টপার ছিল। ২০০১ সালে করম ধারাবাহিক দিয়ে তার কেরিয়ার শুরু হয়েছিল। তারপর একে একে তিনি সংসার, কুটুম্ব, দেবী, বিরাসত, ধড়কনের মত সিরিয়ালে অভিনয় করেছেন। তবে তার কেরিয়ারের সব থেকে বড় হিট ধারাবাহিক ছিল কাহানি ঘর ঘর কি। এরপর তিনি টিভি ছেড়ে বলিউডে পা রাখেন। এখানেও বলিউডের সবথেকে বড় হিট সিনেমা তার ঝুলিতেই যায়।
সাক্ষীকে অভিনয় করতে দেখা দিয়েছিল আমির খানের দঙ্গল সিনেমাতে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। বিশ্বজুড়ে আয় করেছিল ২০০০ কোটি টাকা। আজও এই সিনেমার উপার্জনকে টেক্কা দিতে পারেনি আর কোনও বলিউড সিনেমা। কেরিয়ারের পাশাপাশি সাক্ষীর ব্যক্তিগত জীবন কম ইন্টারেস্টিং নয়। ২০১৮ সালে তিনি বিয়ে না করেই মা হন। দত্তক নেন এক কন্যা সন্তানকে।
আরও পড়ুন : সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে থাকবেন কোন অভিনেত্রী?
আরও পড়ুন : কাজ দেয় না টলিউড! অভিনয় ছেড়ে নতুন পেশা নিলেন তনিমা সেন
আসলে সাক্ষী আজীবন কেরিয়ারকেই সবার আগে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিয়ে করেননি। সন্তানের জন্য তিনি দত্তক নেওয়াটাকেই ঠিক বলে মনে করেন। সেই কারণে ৪৫ বছর বয়সে তিনি একটি কন্যা সন্তানকে দত্তক নেন। বর্তমানে তিনি তার মেয়েকে নিয়ে থাকেন মুম্বাইতে।