পতৌদিদের ছোটে নবাবকে নিয়ে হুলস্থুল কান্ড মুম্বাইতে। গতকাল রাতে চোরেদের চুরি আটকাতে গিয়ে দুষ্কৃতিদের হাতে মারাত্মক জখম হয়েছেন সেইফ আলি খান (Saif Ali Khan)। বেশ কয়েকবার ছুরি দিয়ে কোপানো হয়েছে তাকে। কোনওরকমে প্রাণে বেঁচেছেন তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেইফ। এই ঘটনার পর দুষ্কৃতীদের পাশাপাশি সেইফের সম্পত্তি নিয়েও সাধারণের মনে কৌতুহল বাড়ছে। ঠিক কত সম্পত্তির মালিক বলিউডের (Bollywood) ছোটে নবাব?
সেইফ আলি খান পতৌদি রাজ পরিবারের বংশধর। তার উপর আবার তার বাবা ছিলেন ক্রিকেটার মনসুর আলি খান। মা শর্মিলা ঠাকুর বলিউডের নামী অভিনেত্রী ছিলেন। সেইফ নিজেও বলিউডের প্রথম সারির অভিনেতা। তার স্ত্রী করিনা কাপুর খানও সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। কাজেই তার মোট সম্পত্তির পরিমাণ যে নেহাত কিছু কম হবে না তা বলাই বাহুল্য। আনুমানিক ১৩০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে সেইফের। আর তার স্ত্রী করিনার কাছে রয়েছে ৪৮৫ কোটি টাকার সম্পত্তি। বলিউডের অন্যতম ধনী এবং প্রভাবশালী জুটি হলেন সেইফ এবং করিনা।
সেইফের স্থাবর সম্পত্তির মধ্যে বেশ কিছু বাড়ি আছে। তার মধ্যে সবথেকে দামি বাড়িটি রয়েছে হরিয়ানাতে। এই প্রাসাদের দাম ৮০০ কোটি টাকা। এছাড়াও তার কাছে বেশ কিছু বিলাসবহুল বিদেশি ব্রান্ডের গাড়ির কালেকশন আছে। মুম্বাইয়ের টার্নার রোডে সেইফের একটি অ্যাপার্টমেন্ট আছে যার দাম কোটি টাকার উপরে। অভিনয় ছাড়াও ব্ল্যাক নাইট ফিল্মস এবং ইলুমিনাটি ফিল্মস নামের দুইটি প্রোডাকশন হাউজ খুলেছেন তিনি। এছাড়াও তার একটি নিজস্ব পোশাকের ব্র্যান্ডও রয়েছে।
আরও পড়ুন : অমৃতাকে দু-চোখে সহ্য করতে পারতেন না! শর্মিলার কলকাঠিতেই ভেঙেছিল সইফ-অমৃতার বিয়ে
আরও পড়ুন : রবীন্দ্রনাথ ঠাকুর শর্মিলা ঠাকুরের কে হন? আদেও কি আছে রক্তের সম্পর্ক?
অভিনয় ছাড়াও সেইফের আয়ের অন্যতম বড় উৎস থাকে ব্র্যান্ডের প্রচার, ব্যক্তিগত বিনিয়োগ এবং ব্যবসা। ২০২৩ সালের রিপোর্ট অনুসারে বছরে ৩০ কোটি টাকা আয় করেন সেইফ। বর্তমানে তার পারিশ্রমিক আগের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে। মুম্বাইয়ের বান্দ্রাতে যে বাড়িতে সেইফ এবং করিনা থাকেন সেখানে যে মূল্যবান সামগ্রী থাকবে তা বলাই বাহুল্য। আর সেই লোভেই চোরেরা এসেছিল। চুপিসারে সেইফের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল দুষ্কৃতি। তবে বাড়িতে ঢুকে চুরি করার আগেই সে ধরা পড়ে যায় সেইফের হাতে। তাকে আটকাতে গিয়েই ধারালো ছুরির আঘাতে আহত হয়েছেন সেইফ।