হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন সইফ? কত হল হসপিটাল বিল?

এখনও মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান। গত বৃহস্পতিবার রাতে তার উপর যে প্রাণঘাতী হামলা হয়েছিল, তার দরুণ অপারেশন হলেও এখনও তাকে চিকিৎসকদের নজরে থাকতে হবে আরও বেশ কিছুদিন। কেমন আছেন তিনি? হাসপাতাল থেকে তাকে কবে ছাড়া হবে? সইফের চিকিৎসার জন্য কতই বা বিল এল? সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়েছে তার হাসপাতালের বিল। টাকার অংকটা জানলে পিলে চমকে যাবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সইফের স্বাস্থ্য বীমার কাগজপত্র ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ১৬ই জানুয়ারি সইফের নামে ক্যাশলেস চিকিৎসার অনুরোধ মঞ্জুর হয়েছে। তার চিকিৎসার জন্য হাসপাতালে একটি স্যুট বুক করা হয়েছে। ১৬ই জানুয়ারি থেকে ২১ শে জানুয়ারি, মোট পাঁচ দিনের জন্য হাসপাতালের খরচ ধরা হয়েছে মোট ৩৫ লক্ষ ৯৮ হাজার ৭০০ টাকা। এর মধ্যে বীমা কোম্পানি দেবে ২৫ লক্ষ টাকা।

 Saif Ali Khan

সইফের অপারেশনের সময় তার শরীর থেকে আড়াই ইঞ্চির একটি ছুরির ভাঙা টুকরো বের হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের পর অনেকটাই বিপদমুক্ত হয়েছেন অভিনেতা। তিনি হাঁটতে পারছেন নিজের পায়ে। চিকিৎসায় দ্রুত সাড়াও দিচ্ছেন। অল্প একটু ব্যথা ছাড়া আর কোনও উপসর্গ নেই আপাতত। আসলে সইফের শরীরে ধারালো ছুরি দিয়ে যে ৬ বার আঘাত করা হয়েছিল তাতে তার বুকে, পেটে, ঘাড়ে এবং মেরুদন্ডে আঘাত লেগেছে। আর একটু এদিক ওদিক হলেই ক্ষতিগ্রস্ত হতে পারতো তার মেরুদন্ড। চিরকালের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারতেন তিনি।

আরও পড়ুন : ৫০০০ কোটির সম্পত্তির এক কানাকড়িও সন্তানদের দিতে পারবেন না সেইফ! কেন জানেন?

 Saif Ali Khan

আরও পড়ুন : সইফের উপর হামলা চালালো কে? হামলাকারীকে চিনে নিন এক্ষুনি

হাসপাতালে ভর্তি করার পর সইফকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রাখা হয়েছিল। অপারেশনের পর তাকে সেখান থেকে বের করে আনা হয়েছে। আপাতত আরও একটি মাস খুবই সতর্কতার মধ্যে থাকতে হবে তাকে। এই ঘটনায় তার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড লিক করেছে। তাই মস্তিষ্ক এবং মেরুদন্ডে সংক্রমণের সম্ভাবনা আছে। যাকে বলে মেনিনজাইটিস। এমনটা হলে প্রাণসংশয়ও থাকে। তাই আপাতত খুবই সাবধানে থাকতে হবে সইফকে। পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। কোনওরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যাবে না।