পুরনো ফোন বিক্রির আগে অবশ্যই করুন এই কাজ! নয়তো ঘোর বিপদ

বর্তমানে অনেকেই অনলাইনে পুরোনো কোন বিক্রি করে তার বদলে নতুন ফোন নিচ্ছেন। বহু সাইট বর্তমানে অনলাইনে পুরনো ফোনের বদলে নতুন ফোন কম দামে কেনার সুযোগ দেয়। তবে অনলাইনেই পুরনো ফোন বেচুন বা অফলাইনে, নিজের ফোন অন্যের কাছে হাতছাড়া করার আগে অবশ্যই কিছু কাজ আপনাকে করতেই হবে। নয়তো আপনার গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে তাদের হাতে। মোবাইল বদলানোর আগে নিজের সুরক্ষার জন্য অবশ্যই করুন এই কাজ।

ব্যাঙ্কিং তথ্য মুছে ফেলুন

ফোন বিক্রি করার আগে ব্যাঙ্কিং এবং ইউপিআই সংক্রান্ত সব তথ্য ফোন থেকে মুছে ফেলুন। স্মার্টফোনে অনেক ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কের লেনদেনের তথ্য থাকে। সেটিংস অপশনে গিয়ে সব তথ্য মুছে ফেলুন। ইউপিআই অ্যাপ থাকলে ডিলিট করুন।

Smart Phone Exchange

মুছে ফেলুন ই ব্যাঙ্কিং হিস্ট্রি

নিজের ফোন থেকে ই ব্যাঙ্কিংয়ের সব হিস্ট্রি মুছে ফেলুন। কারণ এই তথ্য অন্য কারও হাতে গেলে আপনার লেনদেনের তথ্য ফাঁস হয়ে যাবে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

সব অ্যাপ্লিকেশন ডিলিট করুন

ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইন্সটল করার পর নিজেদের তথ্য তাতে দিতে হয়। তাই সব অ্যাকাউন্ট লগ আউট করে সেই অ্যাপ্লিকেশনগুলো ফোন থেকে ডিলিট করে দিন।

Smart Phone Exchange

গুগল অ্যাকাউন্ট নিয়ে সাবধান

ফোনে গুগল অ্যাকাউন্ট থাকলে সেটাও লগআউট করতে ভুলবেন না।

ফোনের মেমোরি মুছুন

ফোন বিক্রির আগে যেমন সিম কার্ড বের করে নেন তেমনি মাইক্রো এসডি কার্ডটিকেও বার করে নিন। ফোনে অডিও, ভিডিও বা ছবির ব্যাকআপ থাকলে মুছে ফেলুন।

আরও পড়ুন : প্যান, আধার, রেশন কার্ড নয়! এবার ভারতের নাগরিকত্ব প্রমাণে লাগবে অন্য নথি

Safety Measures Everyone Must Follow Before Selling Your Old Phone

আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা যায়? না জানলেই হবে জরিমানা

কল লিস্ট এবং মেসেজের ব্যাকআপ মুছে ফেলুন

বেশিরভাগ স্মার্টফোনে এখন কল লিস্ট এবং মেসেজের ব্যাকআপ থাকে। মনে করে এই সব কিছু মুছে ফেলুন। প্রয়োজনে রেকর্ডেড কল বা মেসেজের ব্যাকআপ গুগল ড্রাইভে রাখতে পারেন। নতুন মোবাইলে সেই অ্যাকাউন্ট লগইন করলেই আপনি সব তথ্য পেয়ে যাবেন।

ফ্যাক্টরি রিসেট করুন

সবশেষে ফোনটিকে একবার ফ্যাক্টরি রিসেট করে নিতে ভুলবেন না। সেই সময় ব্যাকআপ অপশন ডিজেবল করে দেবেন।