টলিউডের উত্তম-সুচিত্রার জুটি যতটা হিট, উত্তমকুমার এবং সাবিত্রী চ্যাটার্জীর জুটিটাও দর্শকরা ঠিক ততটাই পছন্দ করতেন। উত্তম কুমার এবং সাবিত্রীর একসঙ্গে অনেকগুলি সুপারহিট সিনেমা রয়েছে। শোনা যায় তাদের পর্দার প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছিল। সেসব নিয়ে কিছু কম চর্চা ছিল না। একবার শুটিংয়ের মাঝে উত্তম কুমার সাবিত্রীর সঙ্গে এমন এক ঘটনা ঘটিয়ে বসেন যা আজও ভুলতে পারেননি সাবিত্রী।
উত্তম কুমার এবং সাবিত্রী একসঙ্গে ভ্রান্তিবিলাস, কাল তুমি আলেয়া, নিশি পদ্ম, ছদ্দবেশী, মৌচাক, গলি থেকে রাজপথ, ধন্যি মেয়ের মত অসংখ্য সিনেমার রয়েছে তাদের। এরমধ্যে ধন্যি মেয়ে সিনেমার শুটিংয়ের সময় ঘটেছিল এই অদ্ভুত ঘটনা। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে সাবিত্রী এবং উত্তম কুমারের সঙ্গে জয়া বচ্চন অভিনয় করেছিলেন। সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে স্বপ্নে মহাদেবের সঙ্গে ফুটবল খেলতে খেলতে উত্তম কুমার জোরে লাথি মেরে বসবেন তার ঘুমন্ত স্ত্রীকে। আর সেটা করতে গিয়েই ঘটে গেল বিপদ।
ছবিটির ওই দৃশ্যে যেমনটা দেখানো হয়েছিল উত্তম কুমার পায়ে বল ধরে স্ত্রীর কোমরে লাথি মেরে তাকে খাট থেকে ফেলে দেবেন। বাস্তবেও ঠিক তেমনটাই করেছিলেন মহানায়ক। সত্যি সত্যিই তিনি জোরে লাথি মেরে দিয়েছিলেন সাবিত্রীকে। এতে সাবিত্রী কোমরে বেশ আঘাতও পেয়েছিলেন। অবশ্য সাবিত্রীকে লাথি মেরে পরে বেশ লজ্জিত হয়েছিলেন উত্তম কুমার।
আরও পড়ুন : এই অভিনেতার সামনে উত্তমকুমার ফ্লপ! মহানায়ককে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখতেন শুধু এই একজন
আরও পড়ুন : শেষ বয়সে কেন বাড়ি ছেড়েছিলেন সুচিত্রা সেন? কোথায় থাকতেন মহানায়িকা?
সম্প্রতি ভাইঝি পিংকি বন্দ্যোপাধ্যায়ের ইউটিউব চ্যানেল Unbackshow তে সাবিত্রী তার পুরনো দিনের স্মৃতিচারণ করেন। তখনই তিনি ধন্যি মেয়ের শুটিংয়ের সেই দৃশ্যটার কথা বলেন। ওই ঘটনার পর উত্তম কুমারকে সাবিত্রী শুধু একটা প্রশ্নই করেছিলেন, “অভিনয়ের সময় চরিত্রের মধ্যে এতটা কেন ঢুকে যান আপনি?”