

রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এবং কেকের (KK) বিতর্কের পর রূপঙ্করের উপর থেকে নেটিজেনদের রোষ কিছুতেই কমানো যাচ্ছে না। কোনওভাবেই যেন তাকে ক্ষমা করতে নারাজ নেটিজেনদের একটা বড় অংশ। ঘটনার পর কেটে গিয়েছে ২০টা দিন। সোশ্যাল মিডিয়া আজও রূপঙ্করের উপর খড়গহস্ত! নেটিজেনদের রোষানল বাদ যাচ্ছে না তার পরিবারও।
বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রূপাঙ্কর এবং তার স্ত্রী চৈতালি লাহিড়ীর (Chaitali Lahiri) পুরনো ভিডিও গুলিকেও নিশানা বানাচ্ছেন নেটিজেনরা। এই পুরনো ভিডিওকে কেন্দ্র করেই আবার সোশ্যাল মিডিয়াতে আক্রমণের মুখে পড়তে হল রূপঙ্করের স্ত্রী চৈতালিকে। ভিডিওটি আসলে চৈতালির একটি নাচের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচছেন তিনি।
‘পরিণীতা’ ছবির ‘ক্যায়সি পহেলি’ গানের সঙ্গে নেচে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন তিনি। সেই সময় তার এই নাচ নেটিজেনদের মধ্যে প্রশংসা পেয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। চৈতালির নাচ দেখে নেটিজেনরা কটাক্ষ করে লিখছেন, “এর বর বাংলা গানের কথা বলে, এদিকে বউ হিন্দি গানে নেচে বেড়াচ্ছে!”
আবার কেউ তাকে উদ্দেশ্য করে লিখছেন, “ও দিদি। একটু বাংলা গানে নাচুন। বাংলা শিল্প আর শিল্পীদের বাঁচান।” এভাবেই চৈতালিকে কটাক্ষ করছেন নেটিজেনদের একটা বড় অংশ। তবে বাকিরা অবশ্য চৈতালির পাশে এসে দাঁড়িয়েছেন। এত কটাক্ষ, এত লাঞ্ছনার এবার অবসান হওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন তারা।
উল্লেখ্য, “হু ইজ কেকে, আমরা কেকের থেকে ভালো গান গাই”, রূপঙ্করের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। ফেসবুকে লাইভ ভিডিওতে এসে বাংলার শিল্পীদের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো কেকের উদ্দেশ্যে কটাক্ষ করে বসেন তিনি। তার এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি সাধারণ থেকে সেলিব্রিটিরা। সেই থেকে বাংলার গায়কের উপর চটে রয়েছেন নেটিজেনরা।