কেকের মৃত্যু থেকে শিক্ষা নিলেন রূপঙ্কর, সতীর্থদের সতর্ক করতে দিলেন পরামর্শ

শহর কলকাতার প্রচন্ড গরম কার্যত বলিউডের প্রখ্যাত গায়ক কেকের (KK) জীবন কেড়ে নিয়েছে। হাজার হাজার শ্রোতার প্রবল ভিড়ের মাঝে রীতিমত হাঁফিয়ে উঠেছিলেন তিনি। তার উপর আবার এসি বন্ধ থাকায় গরমে হাঁসফাঁস করছিলেন। তবুও সামনে বসে থাকা শ্রোতাদের আগ্রহ লক্ষ্য করে তিনি গান থামাননি। ফল হল মারাত্মক। মঞ্চে গান গাইতে গাইতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কেকে।

কেকের মৃত্যুর পর বাঙালি গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে তীব্র আলোড়ন পড়ে যায়। কিন্তু সঙ্গীতমহলে এই অঘটন ঘটে যাওয়ার পর নিজের ভুলটা বুঝতে পেরেছেন রূপঙ্কর। একইসঙ্গে এখন অনেক বেশি সতর্ক তিনি। কথা বলার ক্ষেত্রে এবং মঞ্চে পারফরম্যান্স রাখার সময়, উভয় ক্ষেত্রেই তিনি এরপর থেকে সতর্ক হয়ে চলবেন। একইসঙ্গে এই সময় ডিজিটালে কলম ধরে সতীর্থদের মঞ্চে পারফরম্যান্স রাখার ক্ষেত্রে তিনি কিছু সতর্কতার বাণীও তুলে ধরলেন।

রূপঙ্কর বাগচী লিখেছেন, “একজন গায়ক, তিনি মঞ্চে লাখ লাখ দর্শকের সামনে দাঁড়িয়ে একের পর এক গান গাইছেন। সামনে হাততালি-উচ্ছ্বাসের বন্যা। স্বাভাবিকভাবেই গায়কের কাছে তা বড় প্রাপ্তি। তাঁর প্রাণশক্তি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু, এই দুই-তিন ঘণ্টা স্টেজে দাঁড়িয়ে সুর দিয়ে মন ভরানো-মঞ্চ কাঁপানো-হৃদয়ে ঝড় তোলার বিষয়টি খালি চোখে যতটা সহজ মনে হয় আদতে কি ততটাই সহজ? একজন পারফর্মার নিজের সর্বস্ব উজাড় করে দেন। চোখে সামনে শুধু একটাই লক্ষ্য, নিখাদ বিনোদনের প্রত্যাশী দর্শক যেন বোর না হয়।”

দুই তিন ঘণ্টার একটি অনুষ্ঠান কার্যত যেকোনও পারফরমারকেই ক্লান্ত করে দেয়। সব পরিবেশেই শিল্পীকে সর্বদা ‘ফিট এন্ড ফাইন’ থাকতে হয়। এরজন্য অসামান্য দক্ষতা, ধৈর্য এবং একাগ্রতার প্রয়োজন রয়েছে বলে লিখেছেন রূপঙ্কর। তিনি তার সতীর্থদের উদ্দেশ্য করে লিখেছেন, “প্রত্যেক গায়কের মঞ্চে অসামান্য উপস্থাপনের পাশাপাশি শরীরের দিকে নজর দেওয়া উচিত। আমিও শিল্প জগতের মানুষ। সকলেই আমরা এক পরিবারের মতো। আমার সতীর্থদের অনুরোধ করব যে সমস্ত অনুষ্ঠানে অতিরিক্ত শারীরিক ধকল যায় সেক্ষেত্রে নিজের দিকেও একটু যত্ন নিন। আগে থেকেই একটু নজর নিজের দিকে দিন না!”

এই সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত? এই প্রসঙ্গে রূপঙ্কর লিখেছেন, “প্রয়োজনে আগে থেকেই জল বা গ্লুকোজের ব্যবস্থা করে রাখুন। আগে থেকেই নিজের টিম বা আয়োজকদের বলে রাখতে পারেন গ্লুকোজ বা জলের ব্যবস্থা রাখার কথা। মঞ্চে পারফর্ম করার সময় প্রচণ্ড শারীরিক ধকল যায়। ফলে শরীরের কথা মাথায় রেখে হালকা কিছু খাবার-দাবার সঙ্গে রাখতে পারেন। যেমন কলা খুবই এনার্জি বাড়ায়। প্রয়োজনে ডার্ক চটোলেট খান। আবারও বলছি শরীরটা সম্পদ। শিল্পীদের কোটি কোটি ভক্ত। আপনার জীবনের সঙ্গে তাঁদের আবেগ জড়িয়ে। কোনও শিল্পী যদি বদ্ধ হলে পারফর্ম করেন সে ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রিত হওয়া বাধ্যতামূলক। কিন্তু, যদিও কোনওভাবেই AC বন্ধ থাকে সে ক্ষেত্রে পারফর্ম করা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। সকলেই নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন…”।