কাজের জন্য প্রযোজকের দরজায় দরজায় ঘুরছেন, অপমানিত রূপঙ্কর বাগচী

শুধু নাটক করে মনের খিদে মিটলেও মেটে না খিদের আগুন। শিল্পীরা তাই ছবি কিংবা ধারাবাহিকে মুখ দেখাতে চান। একটা নিশ্চিত আয়ের খোঁজে থাকেন। তবে বর্তমানে যে পরিস্থিতি তাতে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরলেও কাজ তো মেলেই না, উপরন্তু শিল্পীদের অনেক সময় চরম অপমানিত হতে হয়। কাজ চাইতে গেলে ফুটে ওঠে প্রযোজকদের ভয়ঙ্কর রূপ।

তেমনই এক অভিজ্ঞতার গল্প শোনাবেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। তবে খোদ রূপঙ্করের সঙ্গে নয়, এমন অপমানকর অভিজ্ঞতার সম্মুখীন রুপঙ্কর অভিনীত চরিত্র দেবশঙ্কর। হ্যাঁ, গায়ক রূপঙ্কর এবার অভিনেতা হিসেবে এক শিল্পীর জীবনের কাহিনী তুলে ধরবেন তার আসন্ন নাটকে। একজন নাট্যকর্মীর বাস্তব জীবনটা যে কতটা কঠিন হতে পারে তা রূপঙ্করের এই নাটকের মূল বিষয়বস্তু।

রূপঙ্কর অভিনীত চরিত্র দেবশংকর একজন নাট্যকর্মী। ছবি কিংবা ধারাবাহিকে সুযোগ পেতে তিনি প্রযোজকের দরজায় দরজায় ঘুরছেন। তবে প্রযোজকরা তো বটেই, দেবশঙ্করকে চরম অপমান করে ফিরিয়ে দিচ্ছেন তাদের সহকারীরাও। ইন্ডাস্ট্রিতে দেবশঙ্করদের মত মানুষদের সংখ্যাটা নেহাত কিছু কম নয়। তাদের গল্প এবার নাটকের মাধ্যমে পৌছে যাবে দর্শকদের কাছে।

আগামী ২০শে মার্চ নিরঞ্জন সদনে কৃষ্টিপটুয়ার উদ্যোগে রূপঙ্করের নতুন নাটক ‘চাঁদমারি’ আসতে চলেছে। আপাতত গানের ফাঁকে ফাঁকে তার জন্য প্রস্তুতি চলছে জোরকদমে। দেবশঙ্করের চরিত্রে অভিনয় করবেন রূপঙ্কর নিজেই। তাই নাটকের মহলায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তিনি এবং অন্যান্য কলাকুশলীরা।

রূপঙ্কর বাগচী গানের পাশাপাশি বহুদিন ধরেই নাটকের সঙ্গে যুক্ত। গানের সঙ্গে অভিনয়টাও তাকে বেশ টানে। এর আগে স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তবে টাকার জন্য নাটকের অভিনয় তিনি করেন না। রূপঙ্কর বাগচী আনন্দবাজারকে জানিয়েছেন, “অনেক দিন থেকেই নাটকের সঙ্গে যুক্ত আমি।আর পয়সা রোজগারের জন্য নাটকে অভিনয় করিনা আমি। বরং এটা করতে গিয়ে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে হয় আমায়।তবু চালিয়ে যাব। এটা আমার ভালবাসার জায়গা”।