কনসার্টের মাঝে মাতলামি! মেজাজ হারিয়ে শ্রোতাদের ধুয়ে দিলেন রূপম ইসলাম

মঞ্চে গান গাইতে এসে মেজাজ হারালেন রূপম ইসলাম (Rupam Islam)। মদ-গাঁজা খেতে খেতে কেউ তার গান শুনতে পারবেন না। কনসার্টে গাইতে এসে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন রূপম। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হল সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি কল্যাণীতে কনসার্ট করতে গিয়েছিল ফসিলস ব্যান্ড। সে অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যাচ্ছে রূপম দর্শকদের বলছেন, “এই মাঠে যখন আমি পারফর্ম করব, একজনও মাদকদ্রব্য সেবন করবেন না। একজনও গাঁজা খাবেন না। ঔষধি-পরমাষধি খাবেন না। মদ্যপান করবেন না। মুখে যদি গন্ধ পাওয়া যায় এই মাঠে তাকে ঢুকতে দেওয়া হবে না।”

Rupam Islam

গত বছর এই কল্যাণীতেই ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন রূপম। তার ব্যবহার নিয়ে প্রবল সমালোচনা হয়। রূপমকে বলতে শোনা যায়, “মনে রেখো, ওই ধোঁয়া যারা ওড়াচ্ছ তারা লজ্জিত হও। গত বছর কল্যাণীর বুকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছিলাম আমি। কিন্তু তার কারণ কে সেটা আজ বলব। এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে ধোঁয়া যারা উড়িয়েছিল তারা।”

আরও পড়ুন : ১৬ কোটির ইনজেকশনে বাঁচবে প্রাণ! শিশুকে বাঁচাতে কনসার্টের টাকা উজাড় করে দিলেন রূপম ইসলাম

Rupam Islam

আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী!’ ভাইরাল গানটির বাংলা মানে কি?

এই ভিডিও দেখে অনেকেই রূপমের ধূমপানের পুরনো ছবি পোস্ট করছেন আর বলছেন উনিও তো খান। তবে নেট নাগরিকদের একাংশ বলছেন উনি নিজে ভুগেছেন বলেই বারণ করছেন। কারও খারাপ তো চাইছেন না। বরং তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন রূপমের ভক্তরা।