বউ থাকতেও পরকীয়া! এই অভিনেত্রীর জন্য ভাঙছে গৌরব-দেবলীনার সংসার

সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন! ভাঙতে বসেছে গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমারের (Devlina Kumar) বিয়ে! সহ অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন গৌরব। আর সেই কারণেই উত্তম কুমারের নাতির দ্বিতীয় বিয়েটাও নাকি চ্যালেঞ্জের মুখে। এই নিয়ে টলিউডের অন্দরে চলছে প্রবল সমালোচনা। গৌরব এবং দেবলীনার মাঝে তৃতীয় ব্যক্তিটি কে?

অনিন্দিতা বসুর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর গৌরব বিয়ে করেন দেবলীনা কুমারকে। ৪ বছর আগে মহা ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিয়ের পর বেশ সুখেই দিন কাটছিল তাদের। কখনও কোনও অশান্তি বা মনোমালিন্যের কথা শোনা যায়নি তাদের মধ্যে। কিন্তু এখন শোনা যাচ্ছে ‘তেঁতুল পাতা’ সিরিয়ালের নায়িকা ঝিল্লি ওরফে ঋতব্রতা দের (Ritobrota Dey) কারণে নাকি দূরত্ব তৈরি হচ্ছে এই তারকা দম্পতির মাঝে।

Tentulpata

স্টুডিও পাড়ায় গুঞ্জন, গৌরব আগে ছিলেন পুরোদস্তুর ফ্যামিলি পার্সন। কাজ ছাড়া সেটে তাকে খুব একটা দেখা যেত না। কিন্তু ইদানিং কাজের বাইরেও নায়িকার সঙ্গে নাকি আড্ডা মারছেন গৌরব। যার ফলে মিস্টার সিংহ রায় এবং ঝিল্লির যে কেমিস্ট্রি পর্দাতে ধরা পড়ছে, পর্দার বাইরেও ধরা পড়ছে। এতে টলিউডের অন্দরে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

যদিও এই দাবি মেনে নিতে রাজি নন গৌরব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এই গুঞ্জন প্রসঙ্গে বলেছেন, ‘‘ছোট পর্দায় অভিনয়ের দৌলতে এমনিতেই দিনে ১৫ ঘণ্টা স্টুডিয়োয় থাকতে হয়। ফলে, এক সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ এমনিতেই পাই না। দেবলীনা সে সব মেনে নিয়েছেন। নতুন করে দূরত্ব তৈরি হওয়ার আর সুযোগ কই?’’ গৌরব বলেছেন তিনি চট করে কোনও মানুষের সঙ্গে মিশে যেতে পারেন না। কিন্তু ঋতব্রতার সঙ্গে তার সম্পর্কটা খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : কেন কেউ দেখছে না মিত্তির বাড়ি? পেছনে লুকিয়ে রয়েছে কোন কারণ?

Gourab Chatterjee and Devlina Kuma

আরও পড়ুন : বাংলা সিরিয়ালে নায়িকারা স্বামীকে ‘বাবু’ বলে ডাকে কেন?

এদিকে আবার গৌরবের স্ত্রী দেবলীনা বরকে ছাড়াই একা বেড়াতে গিয়েছেন। এতেও গৌরবের দাবি প্রত্যেক বছরই দেবলীনা গৌরবকে না নিয়েই মা-বাবার সঙ্গে বিদেশে যান। আগের বছরগুলোতেও গিয়েছিলেন। তাই এরমধ্যে কোনও অস্বাভাবিকতা নেই।