দুর্দান্ত টিআরপি সত্ত্বেও কেন বন্ধ হচ্ছে নিম ফুলের মধু? জেনে নিন আসল কারণ

জমজমাট গল্প, দারুণ জনপ্রিয়তা, দুর্দান্ত টিআরপি! তবুও শেষের পথে জি বাংলার (Zee Bangla) সবথেকে জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। দর্শকদের চমকে দিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই আপডেট। এত ভালো একটি সিরিয়াল যে কিনা এক সপ্তাহ আগেও বেঙ্গল টপার, তার হঠাৎ এই পরিণতি কেন? অবশেষে কারণ জানালেন নায়ক সৃজন ওরফে রুবেল দাস।

সদ্য ৭০০ পর্ব পার করেছে নিম ফুলের মধু। পর্ণা এবং সৃজনের গল্প প্রথম থেকেই দর্শকদের মন জয় করেছে। তার উপর অনুঘটকের কাজ করেছে বাবুর মা ওরফে কৃষ্ণা, ধ্যাষ্টামো জেঠু ও অন্যান্যদের চরিত্র। আজ পর্যন্ত টিআরপি তালিকাতে সেরা পাঁচের বাইরে খুব একটা নামেনি এই সিরিয়ালের জায়গা। ধারাবাহিকভাবে টিআরপি ধরে রেখেছে এই সিরিয়াল। তবুও নতুন সিরিয়ালকে জায়গা করে দিতে হঠাৎ করেই নিম ফুলের মধুর স্লট বদল হল। এখানেই শেষ নয়, এখন আবার সিরিয়ালটিকে শেষ করে দেওয়ার চিন্তা করছে চ্যানেল!

Neem Phooler Madhu

নতুন সিরিয়াল পরিণীতাকে জায়গা করে দিতে রাত ৮.০০ টার স্লট ছেড়ে দিতে হল নিম ফুলের মধুকে। ১১ ই নভেম্বর থেকে সন্ধ্যা ৬ টার সময় সম্প্রচার হবে এই সিরিয়াল। স্বাভাবিকভাবেই চ্যানেলের এই সিদ্ধান্তে দর্শকদের মাথায় পড়েছে হাত। অনেকেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন জি বাংলার উপর। কিন্তু এখানেই শেষ নয়। চ্যানেল এরই মধ্যে নিম ফুলের মধুর বিভিন্ন চরিত্রকে সরানো হচ্ছে বিভিন্ন সিরিয়ালে।

আরও পড়ুন : এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম হল কে? দেখুন সেরা ১০ সিরিয়ালের তালিকা

NEEM PHOOLER MADHU

আরও পড়ুন : কেন বাংলা সিরিয়াল দেখছেন না দর্শকরা? চোখে আঙুল দিয়ে দেখালেন রান্নাঘরের সুদীপা

এই বিষয়ে সৃজন ওরফে রুবেল দাস বলেছেন, স্লট বদলের ব্যাপারটা তার কাছেও খুব সারপ্রাইজিং। কারণ তিনি জানতেন নিম ফুলের মধুর গল্প শেষ হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি সিরিয়াল বন্ধ হওয়ার কথা। কিন্তু স্লট বদল যে হবে সেটা তারও জানা ছিল না। তবে তিনি খুশি যে এত কিছুর মধ্যেও নিম ফুলের মধু টিআরপিতে ভালো ফলাফল করছে। বর্তমানে হাইভোল্টেজ পর্ব চলছে সিরিয়ালে। পর্ণা ও সৃজনের মেয়ে পুঁটিকে কিডন্যাপ করে বিদেশে পাচার করে দিতে চাইছে ইশা। পর্ণা এখন তার মেয়েকে বাঁচাতে মরিয়া। এমন টানটান উত্তেজনার মধ্যেই এল সিরিয়াল বন্ধের দুঃসংবাদ। উল্লেখ্য, নভেম্বর মাসেই নিম ফুলের মধুর দুবছর পার হবে। সেই সঙ্গে সিরিয়ালটি এখানেই শেষ হবে নাকি নতুন স্লটে এখনও আরও কিছুদিন গল্প এগোবে সেটাই এখন দেখার।