বৌভাতে কেমন সাজলেন শ্বেতা? দেখুন রিসেপশনে নব দম্পতিকে কেমন লাগছে

বিয়ের পর এবার রিসেপশন। বিয়েতে শ্বেতা এবং রুবেলকে দেখে চোখ সরাতে পারছিলেন না কেউ। রিসেপশনেও নব দম্পতিকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। দুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় জুটি। আজ তাদের বৌভাত। মঙ্গলবার ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে তাদের বৌভাতের অনুষ্ঠান। কেমন সাজলেন নব দম্পতি?

বিয়েতে লাল রঙের বেনারসিতে সাবেকি বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা। রিসেপশনের জন্য তিনি বেছে নিয়েছিলেন হালকা আকাশি রংয়ের লেহেঙ্গা। বিয়েতে সোনার গয়না পরলেও রিসেপশনে তিনি বেছে নিয়েছিলেন পুরোদস্তুর হীরের গয়না। হাতে ছিল শাখা ও পলা। মাথায় ছিল সিঁদুর। বাঁধা চুল জারবেরা আর জিপসি ফুল দিয়ে সাজানো। আর বউয়ের সঙ্গে ম্যাচিং করে সাদা রংয়ের বন্ধ গলা শেরওয়ানি পরেছেন রুবেল।

Rubel-Sweta-1

বিয়ের আসর কলকাতাতে বসলেও রিসেপশনের আসর বসেছে বারাসাতে। রুবেলের বাড়ি ওখানেই। বারাসাতের সৃষ্টি গার্ডেনে রুবেল ও শ্বেতার বৌভাতের আয়োজন হয়েছে। সন্ধ্যা থেকেই সেখানে টলিউড তারকাদের ভিড় জমছে। নিম ফুলের মধু ও কোন গোপনে মন ভেসেছে, দুই সিরিয়ালের টিমরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

আরও পড়ুন : ৯ বছরের সম্পর্কে ঠকিয়েছিল প্রেমিক! রুবেলের আগে কার সঙ্গে প্রেম করতেন শ্বেতা

Rubel-Sweta-1

আরও পড়ুন : কোথায় হবে রুবেল-শ্বেতার বউভাত? রিসেপশনের এক রাতের খরচ কত?

রুবেল এবং শ্বেতার প্রেমের সূত্রপাত হয় করোনা সময় থেকে। ওই সময় যমুনা ঢাকি সিরিয়ালের শুটিং করছিলেন তারা। তার আগে থেকেই অবশ্য তারা একে অপরকে চিনতেন। তারা ছিলেন ছোটবেলার বন্ধু। রুবেলের আগে শ্বেতার আরেকটি প্রেম ছিল। ৯ বছরের সেই সম্পর্ক প্রেমিকের বিশ্বাসঘাতকতায় ভেঙে যায়। তারপর রুবেল আসেন তার জীবনে নতুন প্রেম, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে।