বাংলা সিরিয়ালের সুপারহিট জুটি, জানেন কত পারিশ্রমিক পাচ্ছেন ‘নিম ফুলের মধু’র সৃজন-পর্ণা?

Rubel Das And Pallavi Sharma`s Earning Per Month Form Neem Phuler Modhu : বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) -র জনপ্রিয়তা এত বেশি যে সিরিয়াল তারকাদের জনপ্রিয়তা কোথাও কোথাও যেন টলিউড (Tollywood) তারকাদেরও ছাপিয়ে যায়। এমনকি অনেক তারকা এটা স্বীকার করেছেন যে সিনেমাতে অভিনয় করে তাদের সংসার চলে না। সংসার চালাতে গেলে সিরিয়ালে অভিনয় করতেই হয়। বাংলা সিরিয়ালই কার্যত বহু তারকার রুজি রোজগারের বন্দোবস্ত করে দিয়েছে।

বর্তমান সময়ে বাংলা সিরিয়ালে অভিনয় করেন যে অভিনেতা এবং অভিনেত্রীরা, তাদের পারিশ্রমিকের অংকটা হয় আকাশছোঁয়া। হাজারে নয়, লাখেও পারিশ্রমিক পান কেউ কেউ। জি বাংলা (Zee Bangla) -র জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) এমনই একটি জনপ্রিয় সিরিয়াল। পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং রুবেল দাস (Rubel Das) অভিনীত এই সিরিয়াল প্রথম থেকেই দর্শকদের থেকে অনেক প্রশংসা পাচ্ছে।

NEEM PHULER MODHU

‘কে আপন কে পর’ ধারাবাহিকের পর পল্লবী শর্মার এটা কামব্যাক সিরিয়াল ছিল। অন্যদিকে রুবেল দাস যমুনা ঢাকি সিরিয়ালের পর এই সিরিয়ালে অভিনয় করছেন এখন। পর্ণার চরিত্রে পল্লবী এবং সৃজনের চরিত্রে রুবেল বেশ জনপ্রিয়তা পাচ্ছেন এখন। এমনিতেই এই দুই তারকা বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় মুখ। তার উপর আবার টিআরপি তালিকাতেও নিম ফুলের মধুর বেশ ভালো রেটিং রয়েছে।

খুব স্বাভাবিকভাবেই ধারাবাহিকের প্রধান প্রধান চরিত্রদের পারিশ্রমিক এখানে বেশ চড়া। কিছুদিন আগেই জানা গিয়েছিল ‘মেয়েবেলা’ সিরিয়ালের বীথি মাসি ওরফে রূপা গাঙ্গুলী হলেন বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। ওই সিরিয়ালের জন্য রুপা প্রতি মাসে ৯ লক্ষ টাকা করে পারিশ্রমিক পাচ্ছিলেন। বাংলা সিরিয়ালের কার্যত এত বেশি পারিশ্রমিক দেওয়ার নজির ছিল না এতদিন।

NEEM PHULER MODHU

তবে এটা বেশ লক্ষ্য করা যাচ্ছে কয়েক বছর আগে পর্যন্ত যে সিরিয়াল তারকারা হাজারে পারিশ্রমিক পেতেন, তাদের পারিশ্রমিক এখন বেশ কয়েক গুনে বেড়ে গিয়েছে। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। পল্লবী শর্মার কথাই ধরে নিন। অভিনেত্রী ‘কে আপন কে পর’ সিরিয়াল দিয়ে শুরু করেছিলেন তার পথ চলা। তখন তার পারিশ্রমিক ছিল মাসে ২০ হাজার টাকা।

NEEM PHULER MODHU

আরও পড়ুন : গুরুতর অসুস্থতায় শয্যাশায়ী, বাঁচার আশা ছিল ক্ষীণ, এখন কেমন আছেন অঞ্জনা বসু?

ওই একটি সিরিয়াল থেকে পল্লবীর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে পরবর্তী সিরিয়াল অর্থাৎ নিম ফুলের মধুতে তার পারিশ্রমিক বেড়েছে প্রায় আট গুণ! পল্লবী এখন মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা পারিশ্রমিক পান। আর রুবেল কিন্তু পল্লবীর থেকে সামান্য এগিয়ে রয়েছেন। আগে তার মাসিক উপার্জন ছিল ৫০ হাজার টাকা। আর এখন নিম ফুলের মধুর জন্য তিনি মাসে ২ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন।

আরও পড়ুন : ‘ফুলঝুরি’ মানালির নতুন স্বামী আসলে কে জানেন? রইল অভিনেতার আসল পরিচয়