নিম ফুলের মধু ছেড়ে নতুন সিরিয়ালে ‘সৃজন’ রুবেল দাস! নায়িকা কে?

কানাঘুষো বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। ক্রমে গুঞ্জন আরও স্পষ্ট হচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে জি বাংলার নিম ফুলের মধু সিরিয়াল ছেড়ে নাকি খুব তাড়াতাড়ি নতুন সিরিয়ালে ফিরতে চলেছেন অভিনেতা রুবেল দাস। বিপরীতে থাকছেন জি বাংলার জনপ্রিয় একজন অভিনেত্রী। শ্রীজিত রায়ের নতুন ধারাবাহিকের হাত ধরেই নাকি আবার সিরিয়ালে ফিরবেন রুবেল। সম্প্রতি মিলেছে এই পাকা খবর।

শেষ হয়ে যাবে কি নিম ফুলের মধু?

আপাতত এই প্রশ্নটাই সকল দর্শকের মনে ঘুরপাক খাচ্ছে। যদিও সৃজন ওরফে বাবুর মা ওরফে কৃষ্ণা ওরফে অরিজিতা মুখোপাধ্যায় কিন্তু জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এখনও সিরিয়াল বন্ধের কোনও খবর তিনি পাননি। এখনো শুটিং হচ্ছে নিয়মিত। কিন্তু স্টুডিও পাড়াতে গুঞ্জন খুব শীঘ্রই শ্রীজিতের নতুন সিরিয়ালের কাজ শুরু হয়ে যাবে। সিরিয়ালের কাস্টিংও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। নায়ক-নায়িকা বেছে নেওয়া হয়েছে। রুবেলের অনুপস্থিতিতে সিরিয়াল বন্ধ হবে নাকি নতুন গল্প নিয়ে এগিয়ে চলবে সেটাই এখন দেখার।

RUBEL AND MOHANA

আসছে রুবেল দাসের নতুন সিরিয়াল

নিম ফুলের মধুর পর প্রযোজক তথা পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের হাত ধরে আবার ফিরবেন রুবেল। নতুন সিরিয়ালে তার নায়িকা হতে চলেছেন গৌরী এলো, কে প্রথম কাছে এসেছি সিরিয়ালের নায়িকা মোহনা মাইতি। তার এই নতুন সিরিয়ালের কাজ শুরু হয়েও মাঝপথে থমকে গিয়েছিল। তার কারণ ফেডারেশনের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন পরিচালক। তার নতুন সিরিয়ালের শুটিং সেট তৈরি করার কাজ শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন : সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স! টলিউডে পা রাখবেন জি বাংলার এই নায়িকা

RUBEL AND MOHANA

আরও পড়ুন : সোনার মেডেল, মোটা অংকের টাকা! সারেগামাপার বিজেতারা কী কী পাবেন?

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নির্দেশে সৃজিত রায়ের ধারাবাহিকের সেট তৈরির কাজ বন্ধ হয়েছিল বলে খবর। যদিও পরে অবশ্য সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে নেন শ্রীজিত। এরপর সমস্যা মিটে গিয়েছে এবং তার নতুন কাজের সেট তৈরির কাজ চলছে। কাজেই নতুন সিরিয়ালের শুটিং শুরু হতে আর খুব বেশি দেরিও নেই। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের শুরুতেই রুবেল এবং মোহনার নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাবে।