রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল! প্রকাশ্যে অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

আবারও স্টার জলসাতে বন্ধ হতে চলেছে জনপ্রিয় একটি সিরিয়াল। সেই জায়গায় আসবে নতুন আরেকটি সিরিয়াল। আর তার জন্যই নাকি এবার বিদায় নেবে রোশনাই। শন ব্যানার্জি এবং তিয়াসা লেপচার এই সিরিয়ালের টিআরপি তেমন নেই। তাই চ্যানেল নাকি এই সিরিয়ালের জায়গাতে নতুন কোনও সিরিয়াল আনার কথা ভাবছে। নায়িকা বদলেও লাভ হল‌ না। এবার বন্ধ হবে রোশনাই-আরণ্যকের গল্প।

Roshnai

গত বছরের এপ্রিল মাসে শুরু হয়েছিল রোশনাই। কিন্তু প্রথম থেকেই টিআরপি তালিকাতে তেমন জায়গা করে নিতে পারেনি এই সিরিয়াল। এক বছরের মাথায় এই সিরিয়ালের যাত্রা শেষ হবে। প্রথমে অনুষ্কা গোস্বামীকে নিয়ে এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছিল। কিছুদিন পর নায়িকা বদলে যায়। অনুষ্কার বদলে তিয়াসা এসেছেন নায়িকা হিসেবে। কিন্তু তাতেও টিআরপিতে খুব বেশি পরিবর্তন কিছু লক্ষ্য করা যাচ্ছে না।

আরও পড়ুন : বন্ধ রোজগার, মেয়ে দেখে না! চূড়ান্ত অর্থকষ্টে ভুগছেন ‘গীতা এলএলবি’র ব্রজবালা দেবী

Roshnai

আরও পড়ুন : ঘন্টার পর ঘন্টা কাজ করিয়েও পারিশ্রমিক দিচ্ছে না! বিস্ফোরক অরিজিতা মুখার্জি

টিআরপি কম থাকার কারণে স্টার জলসা রোশনাইয়ের গল্প আর এগিয়ে নিয়ে যেতে চাইছে না। যদিও এখনই এই সিরিয়াল শেষ হবে না, এখন আইপিএল চলছে। আইপিএলের মরসুম শেষ হলেই স্টার জলসা নতুন সিরিয়াল আনবে। তাই আপাতত রোশনাই যেরকম চলছে সেরকমই চলবে। কিন্তু আইপিএল বন্ধ হলেই নতুন সিরিয়াল এসেছে নিয়ে নেবে রোশনাইয়ের স্লট।