Meye Bela Cast Fees : হাতে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। আগামী সপ্তাহেই শেষ হতে চলেছে দর্শকদের অতি পছন্দের ধারাবাহিক মেয়েবেলা (Meye Bela)। স্টার জলসা (Star Jalsha) হাই বাজেটের এই সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই খবরে স্বভাবতই মন খারাপ দর্শকদের। যদিও এমনটা যে হবে সেটা মনে মনে অনুমান করে নিয়েছিলেন তারা।
বিশেষ করে রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) সিরিয়াল ছেড়ে চলে যাওয়ার পর আরও নড়বড়ে হয়ে পড়ে মেয়েবেলা। প্রায় দেড় মাস আগে রূপা সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন ধারাবাহিকের পোস্টার গার্ল। তার অভিনীত বীথি চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু মেয়েবেলাকে ‘রিগ্রেসিভ’ বলে মাঝপথেই বিদায় নেন তিনি। তার জায়গায় আসেন জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস (Anushree Das)।
গত ১৪ই জুন মেয়েবেলার অন্তিম শুটিং হয়ে গিয়েছে। সাংসারিক কুটকাচালি এবং পরকীয়া ছাড়া এমন একটি ভাল কনটেন্টের সিরিয়াল টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তাই দর্শকদের মন খারাপ এখন। মৌ এবং ডোডোর ভক্তদেরও মন খারাপ। কিন্তু টিআরপি ছাড়া মেয়েবেলার মত চড়া বাজেটের সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।
বাজেটের একটা বড় অংশ আসলে এই সিরিয়ালের কলাকুশলীদের পারিশ্রমিক হিসেবেই খরচ হত। দীর্ঘ বেশ কয়েক বছর বাদে রূপা গাঙ্গুলী আবার টেলিভিশনের পর্দায় ফিরেছিলেন। কাজেই তার পারিশ্রমিক ছিল অনেক বেশি। প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি অনুসারে ১৫ দিন শুটিং করার জন্য রূপা গাঙ্গুলী পারিশ্রমিক হিসাবে ৯ লক্ষ টাকা পেতেন।
রূপা গাঙ্গুলীর এই পারিশ্রমিক টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেতা কিংবা অভিনেত্রীদের থেকে অনেকটাই বেশি। তিনি সিরিয়াল ছেড়ে চলে যাওয়ার পর তড়িঘড়ি নতুন অভিনেত্রীর খোঁজ করতে হয়। তার জায়গাতে আনা হয় অনুশ্রী দাসকে। অনুশ্রী এসে বীথির চরিত্রটিকে সামলে নিয়েছিলেন। কিন্তু রূপার তুলনায় তার পারিশ্রমিক ছিল অনেক গুণ কম।
আরও পড়ুন : বাস্তবে ডিভোর্স হয়ে গিয়েছে ‘মেয়েবেলা’র ডোডোদার? ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে মুখ খুললেন অভিনেতা
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে মেয়েবেলা সিরিয়ালের জন্য অনুশ্রী দাসের পারিশ্রমিকের অংকটা তুলে ধরা হয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে বীথির চরিত্রটির জন্য অনুশ্রীকে পারিশ্রমিক হিসেবে দিনে ১৮ হাজার টাকা করে দেওয়া হয়। আপাতত শেষের কয়েকটা দিন বিকেল পাঁচটার সময় দেখতে পাবেন মেয়েবেলা। আগামী ২৩ শে জুন সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে।
আরও পড়ুন : সিরিয়ালের নামে নোংরামি, অসভ্যতা চলছে! ‘মেয়েবেলা’ ছাড়ার কারণ জানিয়ে বিস্ফোরক রূপা গাঙ্গুলী