এই বাঙালি অভিনেতার নিরাপত্তায় থাকবেন সেইফ আলি খান! সেইফের নতুন বডিগার্ড কে?

অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন সেইফ আলি খান। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। তবে শুধু স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা নয়, নিজের বাড়িতেই হামলার পর সেইফ আলি খান আরও বেশি সতর্ক হয়েছেন জীবনের নিরাপত্তা নিয়ে। তাইতো সব পুরনো বডিগার্ডের বরখাস্ত করে এবার নতুনভাবে সুরক্ষা নিলেন তিনি। তার নিরাপত্তা সুনিশ্চিত করলো অভিনেতা রণিত রায়ের সিকিউরিটি এজেন্সি।

বাঙালি অভিনেতা রণিত রায় অভিনয়ের পাশাপাশি একটি সিকিউরিটি এজেন্সি চালাচ্ছেন মুম্বাইতে। শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, বলিউডের অনেক বড় বড় তারকাদের নিরাপত্তা দেয় এই সংস্থা। রণিত সাইফের এই কঠিন সময়েও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন সেইফ ভালো আছেন এবং বাড়ি ফিরেছেন। তার নিরাপত্তা সুনিশ্চিত করবে রণিতের সংস্থা। তবে এর বাইরে আর কোনও তথ্য প্রকাশ করতে চাননি রণিত।

Saif Ali Khan And Ronit Roy

বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশী হামলাকারীর হাতে গুরুতর যখন হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেইফ। তারপর বেশ কয়েকটা দিন তাকে চিকিৎসকদের নজরে থাকতে হয়েছে। আইসিইউতেও ছিলেন কিছুক্ষণ। অপারেশনের পর তিনি বিপদমুক্ত হয়েছেন ঠিকই কিন্তু তাকে এখনো আরও অনেক যত্নে থাকতে হবে। একইসঙ্গে তার এবং তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত হওয়াটাও জরুরী।

আরও পড়ুন : ৫০০০ কোটির সম্পত্তি, কিন্তু কানাকড়িও সন্তানদের দিতে পারবেন না সেইফ আলি খান

Saif Ali Khan

আরও পড়ুন : কীভাবে ধরা পড়লো সইফের হামলাকারী? কেন চুরি করতে গিয়েছিল সে?

সেইফের উপর হামলার ঘটনা কার্যত গোটা বলিউডকে নাড়িয়ে দিয়েছে। মুম্বাইয়ের যে অ্যাপার্টমেন্টে তিনি থাকেন সেখানকার নিরাপত্তাবলয়ের দিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অভিযুক্ত শরিফুল সাইফের ফ্ল্যাটে ঢুকে পড়ে। পুলিশি তদন্তে উঠে এসেছে নাকি সাইফ ও করিনার ছোট ছেলে জেহকে কিডন্যাপ করে পালাতে চেয়েছিল সে। তাই নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে মরিয়া সেইফ আলি খান।