রণিত রায় (Ronit Roy), হিন্দি টেলিভিশন থেকে শুরু হয়েছিল তার যাত্রা। আদালত (Adalat) সহ বহু সুপারহিট হিন্দি সিরিজে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে ওয়েব সিরিজের দুনিয়াতেও তার এন্ট্রি হয়েছে বহু আগে। তবে এহেন সুদর্শন এবং দাপুটে অভিনেতাকেও কিন্তু তার কেরিয়ারের শুরুর দিকে পাত্তা দিত না ইন্ডাস্ট্রি। বলতে গেলে একেবারে জিরো থেকে হিরো হয়েছেন রণিত রায়।
আজ থেকে দুই দশক আগে পর্যন্ত কেউই ভাবতে পারেনি যে আমির খান (Aamir Khan) এবং শাহরুখ খান (Shah Rukh Khan) দের বডিগার্ড (Bodyguard) কখনও নিজেই একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে উঠতে পারবেন। সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন রণিত। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু ছবির পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও তার অভিনয় দাগ কাটে দর্শকদের মনে।
তবে প্রথম প্রথম কিন্তু অভিনয়ের প্রস্তাব পেতেন না তিনি। হিন্দি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার জন্য তার সঙ্গে অনেক তারকার ভাল সম্পর্ক ছিল। রোজগারের উপায় হিসেবে তিনি বডিগার্ডের পেশায় নিযুক্ত হন। প্রীতি জিন্টা (Preity Zinta), আমির খান থেকে শুরু করে সালমান খান (Salman Khan), শাহরুখ খানদের বডিগার্ড হয়ে তিনি কাজ করেছেন বহুদিন।
রণিতের কথায়, “আমি চটজলদি সাফল্য পেতে চাইতাম। বড় বড় গাড়ি কিনতে চাইতাম। মেয়েরা আমার নাম ধরে গলা ফাটিয়ে চিৎকার করুক, এই ছিল আমার স্বপ্ন। ৫ থেকে ৬ বছর আমি কোনও কাজ পাইনি। তখন বুঝেছিলাম যে ভাল অভিনেতা হওয়ার সঙ্গে জনপ্রিয়তার কোনও সম্পর্ক নেই।’’ আমির খানের বডিগার্ড থাকাকালীন তিনি তাকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন। আর সেটাই তাকে অভিনেতা হয়ে উঠতে সাহায্য করেছে বলে মনে করেন রণিত।
আরও পড়ুন : ‘সূর্যবংশমে’ অমিতাভের নাতি আজ একজন তেলেগু সুপারস্টার, পরিচয় চমকে দেবে
রণিত এরপর নিজেই একটি সংস্থা খুলে বসেন। তার অধীনে কাজ করতেন নিরাপত্তারক্ষীরা। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, কর্ণ জোহর, সলমন খান, অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষী নিযুক্ত করা হয়েছে রণিতের এই সংস্থা থেকে। এছাড়া আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী এবং তাঁর পুত্র রুচির মোদীরও নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল রণিতের সংস্থা।
আরও পড়ুন : ঘরে বউ, বাইরে প্রেমিকা, দুজনকেই ঠকাচ্ছিলেন, হাতেনাতে ধরা পড়তেই চরম দুর্দশা হয় গোবিন্দার
তবে করোনা পরিস্থিতিতে ভরাডুবি হয় তার সংস্থার। একমাত্র অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার ছাড়া তারকারা একে একে মুখ ফিরিয়ে নেন তার সংস্থা থেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার তার সঙ্গে যোগাযোগ করেন কিন্তু রণিত আর তাদের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেননি।
আরও পড়ুন : কার্তিক আরিয়ানের প্রাক্তন প্রেমিকাই আমির খানের হবু স্ত্রী, চেনেন এই অভিনেত্রীকে?
করোনার আগে তার সংস্থায় ১১০ জন নিরাপত্তা রক্ষী কাজ করতেন। ওই পরিস্থিতিতেও তিনি তাদের নিয়মিত বেতন দিয়ে গিয়েছেন। তবুও তাদের মধ্যে ৪০ জন তার সংস্থা ছেড়ে দেয়। এখন ছবি, সিরিজ, ধারাবাহিকের পাশাপাশি এই ব্যবসা থেকেও প্রচুর অর্থ উপার্জন করছেন তিনি। আর এভাবেই তিনি একজন সফল অভিনেতা এবং ব্যবসায়ী হয়ে উঠেছেন।