বাংলা মিডিয়ামে পড়াশোনা করলে কিচ্ছু হয় না, ভালো চাকরি পাওয়া যায় না। কয়েক বছর আগে পর্যন্ত এমনই ধারণা নিয়ে চলছিলেন প্রখ্যাত রেডিও জকি অয়ন্তিকা চক্রবর্তী। ২০২১ সালে টিভির পর্দায় নিজের মনের কথাটাই বলে বিতর্কে জড়িয়ে ছিলেন আরজে অয়ন্তিকা। তবে ২০২৫ এই বদলে গেল তার মতামত। এখন সব স্কুলে বাংলা বাধ্যতামূলক করার দাবিতে সোচ্চার অয়ন্তিকা।
সম্প্রতি বইমেলাতে উপস্থিত হয়ে অয়ন্তিকা বলেন, “বাংলা অবশ্যই বাধ্যতামূলক হওয়া উচিত। কিন্তু অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষার কোনও ক্ল্যাশ নেই। কিন্তু হ্যাঁ যে যেখানে রয়েছে, যে মাটির লোকজন সেখানে সেখানকার মাতৃভাষার একটা প্রাধান্য তো পাওয়াই উচিত। বিভিন্ন রাজ্যেও দেখা গেছে যে সেখানকার স্থানীয় ভাষাকে একটা প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে বাংলাতেও বাংলার প্রাধান্য থাকা উচিত।”
কিন্তু কিভাবে এটা সম্ভব? সেই উপায়ও বলে দিয়েছেন সানডে সাসপেন্স, মির্চি এবং বিগ এফ এমের আরজে অয়ন্তিকা। তিনি বলেছেন চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ, সিভি জমা দেওয়া কিংবা কথা বলার সময় বাংলা ভাষা বেছে নেওয়ার অপশন থাকুক। তাহলেই বাংলা ভাষার কালচার বাঙালির মধ্যে সেট হবে। অয়ন্তিকার এই মতামত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে বাংলা পক্ষ। তার চিন্তাধারার পরিবর্তনকে বাঙালি জাগরণের প্রতীক বলে মনে করছেন বাংলা পক্ষের সদস্যরা।
আরও পড়ুন : রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়েছিলেন! কোথায় হারিয়ে গেলেন ‘সির্ফ তুম’ নায়িকা?
আরও পড়ুন : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আরজে অয়ন্তিকা! তার প্রথম স্বামী কে ছিলেন?
অয়ন্তিকার এই মতামত সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে বাংলা পক্ষের তরফ থেকে বলা হয়েছে, “২০২২ সালে RJ অয়ন্তিকা বলেছিল, বাংলা মাধ্যমে পড়ে কিছু হবে না। ২০২৫ সাল- অয়ন্তিকা চাইছে স্কুলে বাংলা বাধ্যতামূলক হোক। বাঙালি কি তাহলে এভাবেই জেগে উঠছে? সবাই এভাবেই বাংলা ভাষা ও বাঙালির পক্ষে বলবে। তাই আজ যারা বিরোধী, আগামীকাল তারাই সহযোদ্ধা।”
২০২২ সালে RJ অয়ন্তিকা বলেছিল, “বাংলা মাধ্যমে পড়ে কিছু হবে না”।
২০২৫ সাল- অয়ন্তিকা চাইছে স্কুলে বাংলা বাধ্যতামূলক হোক।
বাঙালি কি তাহলে এভাবেই জেগে উঠছে??
সবাই এভাবেই বাংলা ভাষা ও বাঙালির পক্ষে বলবে।
তাই আজ যারা বিরোধী, আগামীকাল তারাই সহযোদ্ধা।
জয় বাংলা pic.twitter.com/veKQvVNtCG— Kausik Maiti কৌশিক মাইতি (@maiti_kausik) February 4, 2025