দ্বিতীয়বার বিয়ের বাড়িতে বসলেন আরজে অয়ন্তিকা ওরফে অয়ন্তিকা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতে যাকে অনেকে তারকাটা অয়ন্তিকা নামেও চেনেন। আবার কেউ কেউ চেনেন দুনির মা হিসেবেও। ৮ বছরের মেয়েকে নিয়েই দ্বিতীয়বার বিয়ে করলেন অয়ন্তিকা। তার দ্বিতীয় স্বামী নাম হিরজিত মজুমদার। সোশ্যাল মিডিয়াতে বিয়ের একাধিক ছবিও শেয়ার করেছেন তিনি। অয়ন্তিকার প্রথম স্বামী কে ছিলেন?
গত ২৬ শে জানুয়ারি হিড়িজিতের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অয়ন্তিকা লিখেছেন, “আজ থেকে আমরা একসঙ্গে।” লালপাড়ের সাদা গরদের শাড়ি, মুক্ত এবং সোনার গয়না, হাতে আলতার সাজে সেজেছিলেন অয়ন্তিকা। আর হিরজিত পরেছিলেন লাল রঙের সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি। অয়ন্তিকার মেয়ে দুনি মায়ের বিয়েতে লাল এবং সাদা রঙের লেহেঙ্গা পরেছিল। অয়ন্তিকার দ্বিতীয় স্বামী একটি বহুজাতিক সংস্থার কাজ করেন। সিমেন্ট কোম্পানির মার্কেটিং অফিসার ছিলেন তিনি। বর্তমানে বার্জার পেইন্টসের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নেপালে কাজ করছেন তিনি।
অয়ন্তিকার প্রথম স্বামীও কিন্তু কিছু কম যান না। তার নাম নিলায়ন চ্যাটার্জি। আরজে নীল হিসেবে সবাই তাকে চেনেন। তাদের বিয়েটা হয়েছিল ২০১২ সালে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই তারা আলাদা হয়ে যান। দুনি ছোটবেলা থেকেই তার মায়ের কাছে বড় হয়েছে। তবে বাবার সঙ্গেও মাঝে মাঝে সময় কাটাতে দেখা যায় তাকে। নীল বহুদিন ধরেই ৯৩.৫ রেড এফএম কলকাতার গভীর রাতের রেডিও শো পরিচালনা করেন। এছাড়া তিনি সংগীত পরিচালনার সঙ্গেও যুক্ত।
আরও পড়ুন : ভেঙেছিল প্রথম বিয়ে! অনামিকাকে বিয়ের আগে কে ছিলেন উদয় প্রতাপ সিংয়ের জীবনে?
আরও পড়ুন : মায়ের বিয়ে দিল মেয়ে! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ‘গীতা এল এল বি’র মল্লিকা
নিলায়ন সম্প্রতি দেবের খাদান সিনেমার সংগীত পরিচালনা করেছেন রথীজিৎ ভট্টাচার্য এবং স্যাভির সঙ্গে মিলে। এই সিনেমার দুটি সুপারহিট গান ‘হায়রে বিয়ে হল কেনে’ এবং ‘বাপ এসেছে’ বানাতে তার যথেষ্ট ভূমিকা ছিল। তিনি এই দুটি গানের কথা এবং সুর দিয়েছেন। অন্যদিকে অয়ন্তিকা দীর্ঘদিন রেডিও মির্চির সঙ্গে কাজ করেছেন। সানডে সাস্পেন্সেও ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে তিনি খুবই জনপ্রিয়। বিগ এফএমে এখন কাজ করছেন অয়ন্তিকা। সম্প্রতি হিরজিত এবং দুনিয়ার সঙ্গে নতুন জীবনে প্রবেশ করলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তাই তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন নেট নাগরিকরা।