শরীর দেখাতে মহাকুম্ভে গিয়েছেন! প্রবল সমালোচনার মুখে রিভা অরোরা

মহাকুম্ভে গিয়ে শুধু শরীর প্রদর্শন! ভক্তির নামে শুধুই অশ্লীলতা ছড়ানো! ব্যাপক ট্রোল্ড হলেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ রিভা অরোরা। সম্প্রতি মহাকুম্ভ উৎসব উপলক্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়েছিলেন রিভা। কিন্তু সেখান থেকে কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছাড়তেই তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেন নেট নাগরিকরা। এর প্রধান কারণ রিভার পোশাক।

মহাকুম্ভে গিয়ে চরম ট্রোল্ড হলেন রিভা অরোরা

অন্য কোনও পোশাক নয়, রিভা অবশ্য ভারতীয় ঐতিহ্য মেনে শাড়িই পরেছিলেন মহাকুম্ভে গিয়ে। কিন্তু সেই শাড়িতে উন্মুক্ত ছিল তার শরীর। পরনে কমলা-হলুদ রংয়ের শাড়ি, হাতে রুদ্রাক্ষের মালা, সেজেগুজে কোথাও দুই হাত মাথায় তুলে প্রণাম করছেন, তো কোথাও হাসিমুখে জল ঢালছেন। রিভার সেইসব ছবির শরীরী ভঙ্গিমা দেখেই ছিঃ ছিঃ করছেন নেট নাগরিকরা। নেট নাগরিকদের বক্তব্য, পুণ্য অর্জনের জন্য নয়, রিভা মহাকুম্ভে গিয়েছেন ইনস্টাগ্রামের জন্য রিলস বানাতে।

 Riva Arora

নেটিজেনরা কে কী বললেন?

রিভাকে দেখে কেউ বললেন, “গঙ্গায় কি শরীর দেখাতে গিয়েছিলেন নাকি সাধুর ধ্যান ভঙ্গ করতে?” কেউ লিখলেন, “ভক্তি তো দেখা যাচ্ছেই না। ইন্সটার বুকে মনে হয় রিলস বানাতে গিয়েছিল। কেউ লিখলেন, “এইসব জায়গাতেও এমন আচরণ?” অবশ্য এসবে থোড়াই কেয়ার অভিনেত্রী। জানা গিয়েছে তিনি মহাকুম্ভে গিয়ে আচার্য বিনোদজির আশ্রমে ছিলেন। কুম্ভ যাওয়ার পথে বিরাট ট্রাফিকে পড়ে নাজেহাল হতে হয়েছিল তাকে। সে কথাও তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে মহাকুম্ভ স্নান! স্যান্ডি সাহাকে ধুয়ে দিল নেটিজেনরা

 

View this post on Instagram

 

A post shared by Riva Arora (@rivarora_)

আরও পড়ুন : ছেলের থেকে হবু বৌমা ৬ বছরের বড়! দামিনীকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জী

এর আগেও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কারণে ট্রোলড হয়েছেন রিভা। তার বয়স নিয়েও উঠেছে প্রশ্ন। তার বয়স ১২ নাকি ১৭ সেই নিয়ে কম চর্চা হয়নি। অনেকে বলেন ছোট বয়সেই বয়স লুকিয়ে বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়াতে রিভার আবির্ভাব হয়েছিল। কম বয়সে মিকা সিং এর সঙ্গে নোংরা নাচ করেও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। রিভা একজন মডেল তথা অভিনেত্রী। ভিকি কৌশলের ‘উরি’ সিনেমার মাধ্যমে বলিউডে তার ডেবিউ হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Riva Arora (@rivarora_)