“চটিজুতো মাথায় নিয়ে…!” কুণাল ঘোষকে মোক্ষম জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী

কখনও অরিজিত সিং, কখনও বা টলিউডের (Tollywood) শিল্পীরা, বর্তমান রাজনৈতিক ইস্যু প্রসঙ্গে বারবার শিল্পীদের কটাক্ষ করে চলেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বাংলার পরিস্থিতি নিয়ে কথা বলার দায়ে অরিজিৎকে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আবার ‘দ্যা ডায়েরি অফ বেঙ্গল’ নামক বিতর্কিত ছবি মুক্তিকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন টলিউডের দিকে। তবে কুণাল ঘোষকে মোক্ষম জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।

আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ পুড়েছে বাংলার। সরাসরি আঙুল উঠছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। এই নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি ঠিক তখনই মুক্তি পেল ‘দ্যা ডায়েরী অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমাটি। রাজ্য সরকারের দাবি এই সিনেমাতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই সিনেমার বিরুদ্ধে টলিউডের কোনও প্রতিবাদ না দেখে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Ritwick Chakraborty

শুক্রবার কুণাল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, “আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।’’

কুণালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনার ঝড় বইতে শুরু করে টলিউডের অন্দরে। ঋত্বিক এরপর ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, “শুনেছো তো বাবু বলে দিয়েছে। শুধু পাশে দাঁড়িয়ে ছবি তুলে গুরুত্ব বাড়িও না দরকারে চটিজুতা মাথায় তুলে পাহারা দাও বন্ধু। ছোট করে বললে- শুনেছো কি বলে গেল বোধহীন স্কন্ধ, তোমাদের গায়ে শুধু ধান্দার গন্ধ”।

যদিও ঋত্বিকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়েও কটাক্ষ করছেন কেউ কেউ। কেউ লিখছেন, “এই তো দাদা জেগেছেন।” তবে জবাব দিতে দেরি করেননি ঋত্বিক। তিনি উত্তর দেন, “আপনি কিন্তু ফেসবুক পাহারা দিন। এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেয়নি।” যদিও সেই ব্যক্তি তাকে আবার বাম বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে তার মতামত জানতে চান। এর উত্তরও দিয়েছেন ঋত্বিক।

আরও পড়ুন : চাপের মুখে চরম পদক্ষেপ, অরিজিৎ সিংয়ের সিধান্তে ভক্তদের মাথায় হাত

Ritwick Chakraborty

আরও পড়ুন : “সঞ্জয় বলির পাঁঠা, আর একটা ধনঞ্জয়…!’’, জয়জিতের মন্তব্যে তোলপাড়

ঋত্বিক জবাবে লেখেন, “আপনি গোয়েন্দাগিরি করে নিশ্চয়ই কিছু জানতে পারবেন। পুলিশের উপর আপনি সঙ্গত কারণেই ভরসা করেন না বুঝতে পারছি। সিভিক পুলিশ দিয়ে ট্রাই করুন।” উল্লেখ্য, যে সিনেমাটিকে নিয়ে এত বিতর্ক, সেই ‘দা ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ পশ্চিমবঙ্গের কোনও সিনেমা হলে মুক্তি পায়নি।