ওভার অ্যাক্টিংয়ে রচনাকেও ছাড়িয়ে গেলেন! আরজি কর প্রসঙ্গে ঋতুপর্ণাকে ধুয়ে দিল নেটপাড়া

রচনা ব্যানার্জীর পর এবার ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর জি কর (RG Kar Case) প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করে কার্যত চরম কটাক্ষের শিকার হলেন ঋতুপর্ণাও। স্বাধীনতা দিবসের দিন সোশ্যাল মিডিয়াতে কান্নার ভিডিও শেয়ার করে সমালোচিত হন রচনা। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতে শঙ্খ বাজানোর ভিডিও শেয়ার করে ট্রোল্ড হলেন ঋতুপর্ণাও।

সোশ্যাল মিডিয়াতে আরজি কর প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন ঋতুপর্ণা। মাত্র কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে শুরুতেই ঋতুপর্ণাকে একটি শঙ্খ বাজাতে শোনা যাচ্ছে। দুবার শঙ্খ বাজানোর পর তিনি ক্যামেরার উদ্দেশ্যে বলেন, “তিলোত্তমার পূর্ণ বিচার চাই। আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের হত্যা এবং ধর্ষণের প্রতিবাদ এই ভাবেই করেছেন ঋতুপর্ণা।

Rituparna Sengupta

তবে তার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের দাবী, তার হাতে যে শঙ্খটি দেখা যাচ্ছে সেটা আসলে জল শঙ্খ। আর ঋতুপর্ণা শঙ্খ বাজাচ্ছিলেন না। শঙ্খ বাজানোর বদলে এডিটিং করে তিনি শঙ্খ ধ্বনি ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেন। শঙ্খ বাজানোর নাটক করেছেন ঋতুপর্ণা, এমনটাই বলছেন নেটিজেনরা।

কেউ কেউ বলছেন, জল শঙ্খ থেকে জল পান করছিলেন ঋতুপর্ণা। কেউ বলছেন, শঙ্খ বাজানোর সময় গাল ফুলে যাওয়ার বদলে ঋতুপর্ণার গাল ভেতরে ঢুকে যাচ্ছে, যেন তিনি শঙ্খ থেকে জল পান করছেন! আবার কেউ কেউ এর আগে বিভিন্ন সময়ে ঋতুপর্ণার মহালয়ার অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিচ্ছেন। ঋতুপর্ণা যেন মধু পান করে অসুর সংহার করতে যাবেন! ট্রোলের মুখে পড়ে শেষমেষ সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি মুছেও ফেলেন ঋতুপর্ণা।

আরও পড়ুন : আরজিকর নিয়ে ‘কেঁদেকেটে ওভার অ্যাকটিং’ রচনার! ধুয়ে দিলেন বিরক্ত নেটিজেনরা

RACHNA BANERJEE ON RG KAR CASE

আরও পড়ুন : মানুষ বলার যোগ্য নন সৌরভ গাঙ্গুলি! মহারাজকে ধুয়ে দিলেন শ্রীলেখা মিত্র

যখন গোটা বিশ্ব আরজি কর কান্ডের প্রতিবাদে মুখর তখন টলিউডের তারকারাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। এদের মধ্যে থেকে রচনা ব্যানার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত প্রতিবাদ করতে গিয়ে সব থেকে বেশি কটাক্ষে শিকার হয়েছেন। কারণ তাদের প্রতিবাদের ভঙ্গিমাকে অভিনয় বলে ট্রোল করছেন নেটিজেনরা। রচনা যেমন কাঁদতে কাঁদতে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে নিজেই প্রশ্নের মুখে পড়েন, ঋতুপর্ণাকেও সেই একইভাবে ‘ওভার অ্যাক্টিং’ এর জন্য কথা শুনতে হলো।