অনুরাগের ছোঁয়াতে (Anurager Chhowa) পা রাখছেন নতুন অভিনেতা। সোনা এবং রূপার জীবনে প্রবেশ করতে চলেছে নতুন নায়ক। যাকে নিয়ে দুই বোনের মধ্যে শুরু হবে ত্রিকোণ প্রেমের লড়াই। জানেন কে সেই নতুন অভিনেতা? অনুরাগের ছোঁয়াতে নতুন নায়ক হয়ে প্রবেশ করছেন জি বাংলার জনপ্রিয় একজন অভিনেতা।
অনুরাগের ছোঁয়া লিপ নেওয়ার পর গল্প এগিয়েছে বেশ কয়েক বছর। সোনা ও রুপা এখন অনেক বড় হয়ে গিয়েছে। যদিও তারা জানে না, তারা দুই বোন। এবার তাদের জীবনে আসবে প্রেমের ফাগুন। কিন্তু দুজনেরই মনের মানুষ একই। যার ফলে দুই বোনের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল দেখা দেবে এবার। সোনা ও রূপার প্রেমিক হয়ে সিরিয়ালে পা রাখছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তী (Rishav Chakraborty)।
ঋষভকে এর আগেও জি বাংলার পান্ডব গোয়েন্দা, নিম ফুলের মধু এবং অষ্টমী সিরিয়ালে দেখেছেন দর্শকরা। এছাড়া সৌরভ দাস এবং সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে ১০ই জুন সিনেমাতে খুব তাড়াতাড়িই দেখা যাবে তাকে। টলিউডে অবশ্য দেবের কিসমিস সিনেমা দিয়েই ডেবিউ সেরে ফেলেছিলেন ঋষভ। সেখানে দেবের কলেজের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ঋষভ একাধিক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও বানান। এবার তাকে দেখা যাবে সোনা এবং রূপার নায়ক হিসেবে। তার সঙ্গে সঙ্গেই গল্পে প্রবেশ করবে ত্রিকোণ প্রেমের টুইস্ট।
আরও পড়ুন : ইংরেজিতে মুক্তি পেল স্টার জলসার অনুরাগের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
আরও পড়ুন : সুর-তালের পিন্ডি চটকে গান গাইলো দুই শালিকের ঝিলিক! ছিঃ ছিঃ করছে নেটিজেনরা
তবে শুধু ঋষভ নয়, অনুরাগের ছোঁয়াতে কামব্যাক করেছে মিশকা ওরফে অহনা দত্তও। সূর্য এবং দীপার মধ্যে দূরত্ব সৃষ্টি করাই তার মূল উদ্দেশ্য। অন্যদিকে দুই বোন সোনা এবং রূপাও জানেনা একে অপরের পরিচয়। তার মধ্যে আবার একই প্রেমিককে নিয়ে তাদের মধ্যেও নতুন করে সম্পর্কের টানাপোড়েন শুরু হবে। তার সঙ্গে অনুরাগের ছোঁয়াতে আর কী কী টুইস্ট আসে সেটাই এখন দেখার।