বলিউডের ৭ কোটিপতি নির্দেশক, যাদের সম্পত্তি দেখে লজ্জা পায় খোদ মুকেশ আম্বানি

বলিউডের এই ৭ নির্দেশকের সম্পত্তির পরিমাণ দেখে লজ্জা পায় মুকেশ আম্বানিও

Richest Bollywood Directors & Producers

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে নামিদামি তারকারা বহু ক্ষেত্রে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। শুধু অভিনয় নয়, বলিউড নাচ, গান, ছবির নির্দেশনা, পরিচালনা ক্ষেত্রেও এনে দিয়েছে খ্যাতি ও সম্মান। পর্দার সামনে যারা অভিনয় করছেন তাদের সম্পত্তির হিসেব কমবেশি রাখে ম্যাগাজিনগুলো। তবে ক্যামেরার পেছনে যারা মাথা খাটাচ্ছেন তাদের আয় কত হতে পারে আন্দাজ আছে কিছু? ক্যামেরার পেছনে থাকেন যে পরিচালকরা (Bollywood Directors Net Worth) তারাও কিন্তু সিনেমার মাধ্যমে কয়েক কোটি টাকা উপার্জন করেন। এক নজরে জেনে নিন বলিউডের ধনী পরিচালকদের সম্পত্তির খতিয়ান।

সঞ্জয় লীলা বানসালি (Sanjay Leela Bhansali) : সঞ্জয় লীলা বানসালির মানেই বড় বাজেটের ছবিতে উন্নত মানের সিনেমাটোগ্রাফি। তার ছবির বাজেট যেমন বড়, তেমনই তার সম্পত্তি খতিয়ানও কিন্তু বেশ লম্বা। ‘রামলীলা’, ‘গুজারিশ’, ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ থেকে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র মতো বহু সুপারহিট সিনেমা তিনি বলিউডকে উপহার দিয়েছেন। সঞ্জয় লীলা বানসালির কাছে মোট ৯৪০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

রাজকুমার হিরানি (Rajkumar Hirani) : সঞ্জয় লীলা বানসালি পাশাপাশি রাজকুমার হিরানিও বলিউডের একজন নামী পরিচালক। ‘সঞ্জু’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই এমবিবিএস’ এর মতো বহু ছবি তিনি বানিয়েছেন যেগুলো মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে হয়েছিল সুপারহিট। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। বলিউডের এই ব্যস্ততম পরিচালক ১৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক।

করণ জোহর (Karan Johar) : নেপোটিজম নিয়ে যতই বিতর্ক হোক না কেন, স্টারকিডদের বলিউডে চান্স পাইয়ে দেওয়া নিয়ে বিতর্ক হলেও করণ জোহর কিন্তু কোটি কোটি টাকা উপার্জন করে নিয়েছেন। ‘ডি ডি এল জে’, ‘কাল হো না হো’, ‘মাই নেম ইজ খান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ এর মত একাধিক সুপারহিট ছবি বানিয়েছেন তিনি। তার দরুণ যেমন প্রশংসা পেয়েছেন তেমনই বহুবার বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে। বর্তমানে তার কাছে ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) : অনুরাগ কাশ্যপ শুধু পরিচালক নন, তিনি একজন লেখক এবং গল্পকারও। তার বানানো ছবি সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ‘মান মার্জিয়া’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ এর মত ছবি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। বর্তমানে তার কাছে ৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

মেঘনা গুলজার (Meghna Guljar) : বলিউডের পুরুষ পরিচালকদের ভিড়ে জায়গা করে নিয়েছেন মেঘনাও। গুলজার সাহেব ও রাখি গুলজারের মেয়ে ‘ছাপাক’, ‘রাজি’র মত দুর্দান্ত ছবি উপহার দিয়ে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। পরিচালনার পাশাপাশি প্রযোজনার কাজও করে থাকেন তিনি। মেঘনা গুলজারের সম্পত্তির পরিমাণ ৮৩০ কোটি টাকা।

কবির খান (Kabir Khan) : ‘বজরঙ্গি ভাইজান’, ‘টাইগার জিন্দা হে’ এর মত ছবির পরিচালনা করেছেন কবির। ‘৮৩’ এর মত ছবিও তিনি বানিয়েছেন। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার এবং সিনেমাটোগ্রাফার হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি টাকা।

Rohit Shetty

রোহিত শেঠি (Rohit Shetty) : রোহিত শেঠিও বলিউডের নামী পরিচালকদের তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন। তার কাছে মোট ২৯০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। শীঘ্রই মুক্তি পাবে তার আসন্ন সিনেমা ‘সার্কাস’।