বলিউড অভিনেত্রীদের মধ্যে এই মুহূর্তে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফরাই রয়েছেন সবার থেকে এগিয়ে। কিন্তু জানেন কি বলিউডের এই নায়িকার সম্পত্তি আদতে কিছুই নয়। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া, যিনি বলিউডের পাশাপাশি হলিউডেরও চুটিয়ে কাজ করছেন, তার সম্পত্তিও ফিকে হয়ে যাবে বলিউডের সবথেকে সেরা এই অভিনেত্রীর কাছে। জানেন কার কথা বলছি?
এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে আলিয়া, দীপিকা, প্রিয়াঙ্কা সবাইকে পেছনে ফেলে দিয়ে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। দেশে-বিদেশে তার প্রচুর সম্পত্তি। সদ্য আলাদা হয়েছেন স্বামীর থেকে। একমাত্র মেয়েকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন কার কথা বলছি? তিনি আর কেউ নন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।
ঐশ্বর্য রাই বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ কত জানলে আপনার চোখ কপালে উঠতে পারে। অবশ্য বচ্চন পরিবারের বৌমা হিসেবে নয়, ঐশ্বর্য নিজেই এত সম্পত্তি গড়েছেন যে তা জানলে অবাক হতে হয়। বচ্চন পরিবারের বৌমা হিসেবে তিনি এক টাকাও নেননি। নিজের আয়ে একাধিক বাড়ি, গাড়ি কিনে ফেলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।
দুবাইতে ঐশ্বর্যর ১৫ কোটি টাকার একটি বাড়ি রয়েছে। জুমেইরা গলফ এস্টেট স্যাংচুয়ারি ফলসের কাছে রয়েছে এই বিলাসবহুল বাংলো। তাতে নিজস্ব জিম, সুইমিংপুল, স্ক্যাভোলিনি ডিজাইনের রান্নাঘর আছে। এছাড়া মুম্বাইতে তার সাড়ে ৫ হাজার স্কয়ার ফিটের একটি বাড়ি আছে সব থেকে ব্যয়বহুল বান্দ্রা এলাকাতে। ২০১৫ সালে বাড়িটি কিনেছিলেন ঐশ্বর্য। যার দাম আনুমানিক ৫০ কোটি টাকা।
বিয়ের পর থেকেই কার্যত ঐশ্বর্য ছবি করার সংখ্যা কমিয়ে দিয়েছেন। অভিষেক বচ্চনকে বিয়ে করার পর বলিউডে তার হাতে গোনা কিছু ছবির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘এ দিল হে মুশকিল’। তারপর বহু বছর অপেক্ষা করে তিনি দক্ষিণী পরিচালক মনিরত্নমের ‘পন্নিয়িন সেলভান’ সিনেমার জন্য হ্যাঁ বলেন। বাকিটা হয়ে গিয়েছে ইতিহাস। এত বছর বাদেও ক্যামেরার সামনে ঐশ্বর্যর গ্ল্যামারাস লুক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।
আরও পড়ুন : বচ্চন পরিবারে কে কতদূর শিক্ষিত? কতদূর পড়াশোনা করেছেন অমিতাভ-ঐশ্বর্যরা?
আরও পড়ুন : এই অভিনেত্রীর জন্যই বিয়ে ভাঙলো ঐশ্বর্য-অভিষেকের? অবশেষে প্রকাশ্যে এলো নাম
ঐশ্বর্য বর্তমানে সিনেমা পিছু ১০ কোটি টাকা নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। প্রতিটি বিজ্ঞাপন থেকে তিনি ৭ থেকে ৮ কোটি টাকা নিয়ে থাকেন। প্রায় ২৫ বছর বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ঐশ্বর্য। এর মধ্যে বেশ কয়েক বছর তিনি কাজই করেননি সেভাবে। তবুও এখন তার মোট সম্পত্তির পরিমাণ ৮৬২ কোটি টাকা। এই তালিকাতে প্রিয়াঙ্কা রয়েছেন ঐশ্বর্যর ঠিক পরে। প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি টাকা।