দিন দিন কমছে টিআরপি! কেন বাংলা সিরিয়াল দেখছেন না দর্শকরা?

সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি (TRP)তালিকা। যদিও কয়েক বছরের পুরনো জনপ্রিয় সিরিয়ালের তুলনায় এখনকার সিরিয়ালের টিআরপি অনেকটাই কম। আগে মানুষ যে হারে সিরিয়াল (Bengali Serial) দেখতেন, এখন সেই আগ্রহ প্রায় অর্ধেক কমেছে। চলতি সপ্তাহের টিআরপির অবস্থা কেমন? দর্শকদের আগ্রহ বেড়েছে নাকি কমেছে?

বিগত একমাস ধরে আরজিকর ঘটনার (RG Kar Incident) রেশ চলছে। চলছে রাত দখলের আন্দোলন। দফায় দফায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়ে রাস্তায় বেরোচ্ছেন মানুষ। এখনো কি সকলের হাতে সিরিয়াল দেখার ফুরসত আছে? বিগত কয়েক দিনে টিআরপি কিন্তু বারবার ওঠেনামা করেছে। সিরিয়াল ছেড়ে খবরের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। যদিও সিরিয়াল ইন্ডাস্ট্রির মানুষেরা কিন্তু তেমনটা বলছেন না।

NEEM PHOOLER MADHU

বাংলা সিরিয়ালের জগতের টিআরপি কমেছে বেশ কয়েক বছর আগেই। এখন যে সিরিয়ালগুলো চলে সেগুলো ১০ এর উপর উঠতেই পারে না। ৬-৭ এ গিয়ে আটকে যায়। বিগত কয়েকদিনে দর্শকদের নজর আরজিকরের খবরের উপর থাকলেও তা বাংলা সিরিয়ালের টিআরপিতে বিশেষ প্রভাব ফেলেনি বলে দাবি করছেন পরিচালক থেকে অভিনেতারা।

এই যেমন প্রযোজক তথা পরিচালক সুশান্ত দাস জানিয়েছেন, “এই ঘটনাকে কেন্দ্র করে যে দিন যেদিন সন্ধ্যেবেলা কিছু ঘটেছে অথবা কেউ কিছু বলছেন সেদিন সেদিন কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে। চ্যানেলের জিআরপি দেখলে বোঝা যাবে আরজিকরের ঘটনায় সিরিয়ালের নম্বরে খুব একটা হেরফের ঘটায়নি।”

KATHA

একই কথা বলছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা হানি বাফনা। ‘কথা’ সিরিয়ালের নায়িকা কথা ওরফে সুস্মিতার কথায়, “আরজি কর-এ যে ঘটনা ঘটেছে তা সত্যিই নিন্দনীয় একই সঙ্গে চিন্তারও। কিন্তু এই ঘটনা কি টিআরপি তালিকায় প্রভাব ফেলেছে? আমার তা মনে হয় না। বৃহস্পতিবারও তো চার্ট এল। অন্যান্য মাসের তুলনায় যে খুব বেশি পার্থক্য দেখা গিয়েছে তেমনটা কিন্তু নয়। উল্টে আমার তো মনে হয় এত ঝামেলার মাঝে আমাদের অভিনীত সিরিয়াল কিছুটা হলেও দর্শকের মন একটু হালকা করবে।”

আরও পড়ুন : এই সপ্তাহের সেরা সিরিয়াল কোনটি? প্রকাশ্যে এল সেরা ১০ বাংলা ধারাবাহিকের তালিকা

Shubho Bibaho

আরও পড়ুন : কেন অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী এত পছন্দ করছেন দর্শকরা?

অন্যদিকে ‘শুভ বিবাহ’ নায়ক হানি বাফনা বলেছেন, “এখন আরজি কর-এর ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা শহর। আমরাও চিন্তিত। তবে এই ঘটনা সিরিয়ালের টিআরপির উপর প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। কারণ, সারা বছর খবরের চ্যানেলের জন্য আরও খবর থাকে। তার পর খেলার সিজন থাকলেও তো তা প্রভাব ফেলতে পারে। হ্যাঁ,এটা বলা যায় যে দিন যে দিন কোনও বড় ঘটনা ঘটে সেই নির্দিষ্ট দিনে নম্বর কমতে পারে। কিন্তু সার্বিক ভাবে কোনও প্রভাব পড়েছে বলে আমার মনে হয় না।”