“দয়া করে আর কেউ আসবেন না মহাকুম্ভে!”, ভক্তদের কাছে কাতর আবেদন জানালেন উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দারা।চারদিকে শুধুই যানজট, থিকথিকে ভিড়, শ্বাস নেওয়ার জায়গাটুকু নেই! গোটা শহর যেন আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। মহাকুম্ভ উপলক্ষে ভক্তদের ভিড়ে ওষ্ঠাগত প্রাণ প্রয়াগরাজের বাসিন্দাদের। রীতিমতো অতিষ্ঠ হয়ে অবশেষে সোশ্যাল মিডিয়াতে নিজেদের অবস্থা জানিয়ে মুখ খুলতে বাধ্য হলেন শহরের বাসিন্দারা।
ভয়াবহ অবস্থা প্রয়াগরাজের
রেডিটে একটি পোস্ট করে এক ব্যক্তি জানিয়েছেন শহরের বর্তমান ভয়াবহ পরিস্থিতির কথা। প্রায় দেড় মাস ধরে চলা মহাকুম্ভ উৎসব উপলক্ষে উত্তরপ্রদেশের এই শহরটিতে কোটি কোটি মানুষের ভিড় হয়েছে। গত ১৩ই জানুয়ারির পর থেকে গোটা শহরের চেহারা গিয়েছে বদলে। গোটা শহরে যেখানে চোখ রাখবেন শুধুই মানুষের ভিড় আর তাদের ফেলে যাওয়া আবর্জনা চোখে পড়বে। প্রথম প্রথম মহাকুম্ভ উপলক্ষে ভক্তদের মন থেকে সাদরে স্বাগত জানালেও এখন বাসিন্দারা চাইছেন এবার অন্তত ভক্তদের আসা বন্ধ হোক।
ওই ব্যক্তি জানাচ্ছেন শুধু হাইওয়েতে নয়, শহরের প্রতিটা অলিতে-গলিতেও প্রচন্ড ভিড়ের চাপ। খোদ বাসিন্দারাই বাইরে পা রাখতে পারছেন না। প্রয়াগরাজ এখন তার ব্রেকিং পয়েন্টে দাঁড়িয়ে। প্রয়াগরাজের যান পরিবহন ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে বলে দাবি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তিনি হাত জোড় করে অনুরোধ করছেন দয়া করে আর কেউ যেন প্রয়াগরাজে না আসেন। মহাকুম্ভ এখন শেষের পথে। পুন্যার্থীদের ভিড় কমার বদলে ক্রমশ বেড়েই চলেছে। এতে বিপদে পড়ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন : মহাকুম্ভে মহিলাদের সম্মান বিকচ্ছে নিলামে! কঠোর পদক্ষেপ নিল প্রশাসন
Prayagraj is EXHAUSTED! 😭Locals are DONE with the Mahakumbh crowd!
byu/Sopredictablee inAllahabad
আরও পড়ুন : কুম্ভস্নানের পর স্ত্রীকে খুন করে বাড়িতে ফিরলেন স্বামী! হাড়হিম করা ঘটনা দিল্লিতে
রীতিমত ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি বলেছেন রাস্তায় যত যানবাহন রয়েছে সব ওভারলোডেড। গোটা রাস্তা যানজটে ঠাসা। একদিন এরই মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে দু’ কিলোমিটার রাস্তায় এক ঘন্টা জামে আটকে ছিলেন তিনি। তার উপর আবার পুণ্যার্থীরা রাস্তায় নিজস্ব গাড়ি বের করায় তাকেই উল্টে শহরের যানজটের কারণ বলে ভৎসনা করেন তারা। এতে ওই ব্যক্তি খুবই বিরক্ত হয়ে প্রশ্ন তুলছেন “প্রয়াগরাজের বাসিন্দা হওয়া কি দোষের?” তার সঙ্গে সহমত পোষণ করছেন অনেকেই।