২০০ জিবি ইন্টারনেট, সঙ্গে ফ্রি OTT! জলের দরে নতুন প্ল্যান নিয়ে হাজির Jio

গ্রাহকদের জন্য আরও একটা ধামাকা প্ল্যান নিয়ে হাজির রিলায়েন্স জিও। আনলিমিটেড কলিং, সঙ্গে এসএমএস, ইন্টারনেট ডেটা এবং সেইসঙ্গে OTT এর ফ্রি সাবসক্রিপশন। খুবই কম দামে গ্রাহকদের জন্য একটা দুর্দান্ত সাশ্রয়ী রিচার্জ প্ল্যান চালু করেছে রিলায়েন্স জিও। ৯০ দিনের জন্য এতে হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন গ্রাহকেরা। সেই সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা তো থাকছেই। এক নজরে জেনে রিলায়েন্স জিওর এই প্ল্যান সম্পর্কে।

রিলায়েন্সের ৮৯৯ টাকার প্ল্যান

৯০ দিনের জন্য ৮৯৯ টাকায় এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে জিও। এতে প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ পাবেন। সঙ্গে দিনে ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন। সেই সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো থাকছেই। শুধু তাই নয়, অতিরিক্ত ২০ জিবি পর্যন্ত ডেটাও পাওয়া যাবে। অর্থাৎ এর থেকে মোট ২০০ জিবি হাই স্পিড ফাইভ জি ডেটা পাওয়া যাবে এক রিচার্জেই।

Reliance Jio 899 Recharge Plan

আর কী কী সুবিধা পাবেন?

বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সকলেই চান। বিভিন্ন রিচার্জ প্ল্যানের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এখন সহজেই পাওয়া যায়। আর রিলায়েন্স জিওর ৮৯৯ টাকার প্ল্যান একবার রিচার্জ করলে আপনি ৯০ দিনের জন্য জিও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

আরও পড়ুন : ফ্রীতে দেখুন যত খুশি সিনেমা, মাত্র ১ টাকায় প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে Jio Cinema

Reliance Jio 899 Recharge Plan

আরও পড়ুন : আনলিমিটেড কলিং, সঙ্গে ইন্টারনেট! ১৫০ টাকার কমে সবথেকে সস্তার Jio প্ল্যান

পাবেন স্টোরেজের সুবিধা

শুধু কি তাই? রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য আরও একটি নতুন সুবিধা এনেছে। ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি নিলে জিও ৫০ জিবি অতিরিক্ত এআই ক্লাউড স্টোরেজের সুবিধা দেবে। এর ফলে ফোনের স্টোরেজ অনেকটা বেড়ে যাবে।