৮০ এর দশকে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে রেখা (Rekha) ছিলেন প্রথম সারির নায়িকা। অবশ্য তার অভিনয় জীবন শুরু হয়েছিল খুব ছোট থেকে। মাত্র নয় বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন রেখা। তবে বলিউড নয়, রেখার অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল তামিল ইন্ডাস্ট্রি থেকে। আসলে রেখার মা এবং বাবা দুজনেই ছিলেন তামিল ইন্ডাস্ট্রির নামকরা তারকা।
তামিল ইন্ডাস্ট্রির মহাতারকা জেমিনি গনেশনের নাম আজও দক্ষিণের দুনিয়ায় বহুল চর্চিত। তিনি ছিলেন রেখার বাবা। অন্যদিকে তার মা পুষ্পাবলিও ছিলেন অভিনয় দুনিয়ার মানুষ। যদিও তার তেমন নামডাক ছিল না। রেখা আসলে কোনদিনই তার বাবার স্নেহ পাননি। কারণ যে জেমিনি তাকে ও তার বোনকে সন্তানের স্বীকৃতি দেননি।
বাবার স্নেহ থেকে বঞ্চিত, ছোটবেলা থেকে মায়ের সান্নিধ্যেই বড় হয়েছিলেন রেখা এবং তার বোন। মা ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাই মাকে সাহায্য করার জন্য মাত্র ৯ বছর বয়সে তিনি অভিনয় জীবনে প্রবেশ করেন। অভিনয় করতে গিয়ে তার পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছিল। তবে সেই সময় তাদের এত বেশি আর্থিক দুরবস্থা ঘিরে ধরেছিল যে এছাড়াও উপায় ছিল না।
বলিউডের এই সুন্দরীর আসল নামও কিন্তু রেখা নয়। অবশ্য বলিউডে তার প্রবেশ ঘটেছে অনেক সময় পরে। প্রথমে তিনি দক্ষিণের দুনিয়াতেই একের পর এক ছবিতে কাজ করেছেন। শিশু শিল্পী হিসেবে শুরু হয়েছিল তার কেরিয়ার। পরে তিনি নায়িকা হিসেবেও সুযোগ পান। কিন্তু প্রথম প্রথম গায়ের রং এর কারণে তাকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়।
পরে অবশ্য রেখা তার অভিনয় গুনে জায়গা করে নেন বলিউডে। কেরিয়ারের শুরুতে তার চেহারা যেমন ছিল, তার থেকে তার বর্তমান চেহারার অনেক অমিল খুঁজে পাওয়া যায়। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পরপরই রেখার গায়ের রং কালো থেকে ফর্সা হয়েছে। সকলেই বলেন রেখা কসমেটিকস সার্জারি করিয়ে এমন গ্ল্যামার পেয়েছেন।
বলিউডে এমন অনেক তারকা রয়েছেন যারা তাদের আসল নামে পরিচিত নন। রেখাকেও ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার আগেই নিজের পরিচয় বদলে ফেলতে হয়েছিল। তিনি কখনও নিজেকে জেমিনি গণেশনের মেয়ে বলে দাবি করেননি। এমনকি তার পদবীও ব্যবহার করতেন না। তার মা তার নাম রেখেছিলেন ভানুরেখা। বলিউডে প্রবেশের আগে নিজের নাম ছোট করে রেখা রেখেছিলেন অভিনেত্রী।