ছিল না পিতৃপরিচয়, জোটেনি স্বামীর ভালোবাসা! একাধিক পুরুষসঙ্গী থাকলেও একা এই বলিউড অভিনেত্রী

বলিউড অভিনেত্রী রেখার জীবনটা যেন সত্যিই একটা সিনেমা। বরাবরই খোলা পাতার মতো তার গোটা জীবন। ছোটবেলা থেকেই রেখার জীবনে এসেছে নানা নাটকীয় মোড়। জীবনে কখনও কোনও পুরুষের থেকে প্রকৃত ভালোবাসা তিনি পাননি। পাননি বাবার স্নেহ, পিতৃ পরিচয়টুকুও দেননি রেখার বাবা। পরবর্তীকালে যতবারই প্রেমে পড়েছেন, প্রেমিকরা তার মন ভেঙেছে। এমনকি স্বামীও আত্মহত্যা করেন বিয়ের এক বছরের মাথায়।

রেখাকে পিতৃ পরিচয় দেননি জেমিনি গনেশান

রেখার বাবা জেমিনি গনেশান ছিলেন দক্ষিণী সুপারস্টার। একাধিক বিয়ে ছিল তার। রেখারা সাত বোন এবং এক ভাই। তার নিজের অবশ্য একটাই বোন রাধা। জেমিনি গনেশান রেখার মা পুষ্পাবলিকে বিয়ে না করেই একসঙ্গে থাকতেন। তিনি পুষ্পাবলির দুই মেয়ে রেখা এবং রাধাকে মেয়ে বলে স্বীকৃতি দেননি। বরাবরই পিতৃপরিচয় ছাড়াই বড় হয়েছেন রেখা। এমনকি বাবাকে বাবা বলে ডাকার অধিকারটুকুও তার ছিল না।

Vinod Mehra

রেখার জীবনের একাধিক প্রেম

বলিউডের একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন এই সুন্দরী অভিনেত্রী। অভিনেতা বিনোদ মেহেরার সঙ্গে লুকিয়ে বিয়ে করেছিলেন রেখা। কিন্তু বিনোদের মা তাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি। বিনোদের বাড়িতে তার ঠাঁই হয়নি। এরপর রেখার জীবনে আসেন অমিতাভ বচ্চন। কিন্তু অমিতাভ ছিলেন বিবাহিত। বাকিটা সকলের জানা। বারবার প্রেমে আঘাত পেতে পেতে রেখা একসময় বলিউডের বাইরে গিয়ে ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন। কিন্তু সেখানেও চরম দুর্ভাগ্য অপেক্ষা করেছিল তার জন্য।

আরও পড়ুন : বিধবা হয়েও কার নামে সিঁদুর পরেন রেখা? প্রকাশ্যে সেই ব্যক্তির নাম

Vinod Mehra

আরও পড়ুন : কারও ৪, কারও ৬, বলিউড অভিনেত্রীদের বয়ফ্রেন্ডের সংখ্যা শুনলে চমকে যাবেন

আত্মহত্যা করেন রেখার স্বামী

রেখাকে বিয়ে করার এক বছরের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে তার স্বামী মুকেশ আগারওয়াল আত্মহত্যা করেন। এই মৃত্যুর জন্য মুকেশের পরিবার দায়ী করে রেখাকে। অনেকে বলেন রেখার সঙ্গে তার পার্সোনাল ম্যানেজার ফারজানার অবৈধ সম্পর্ক ছিল। সেটা জানতে পেরেই আত্মহত্যা করেন মুকেশ। স্বামীর মৃত্যুর পর রেখার স্বভাবে অনেক পরিবর্তন আসে। তিনি অনেক বেশি শান্ত হয়ে যান। মুকেশের মৃত্যুর পর অবশ্য তিনি আর বিয়ে করেননি। কিন্তু এরপরেও অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তার নাম জড়িয়েছিল। কিন্তু এখন সেসব অতীত। ষাটোর্ধ রেখা এখন সিঙ্গেল জীবনযাপন করছেন।