যৌন হেনস্থা থেকে ডাইনি অপবাদ! কাঁটায় ভরা রেখার জীবন

বাবা দিলেন না মেয়ের পরিচয়, প্রেমিক দিল না স্ত্রীর মর্যাদা। বলিউড থেকে পেলেন যৌন হেনস্থা আর ডাইনি অপবাদ। বলিউড অভিনেত্রী রেখার জীবন শুনলে আপনার চোখে আসবে জল। ছোট থেকেই শুরু হয়ে গিয়েছিল রেখার জীবনের সংগ্রাম। ব্যক্তিগত হোক কিংবা পেশাগত, বলিউডের এই অভিনেত্রী সারা জীবনে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। আজ তার জীবনের সেই সব অজানা কথাই এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব।

যৌন হেনস্থার শিকার হয়েছিলেন রেখা

রেখা ছিলেন তামিল সুপারস্টার জেমিনি গনেশনের কন্যা। তার আসল নাম ভানুরেখা গনেশন। কিন্তু জেমিনি তাকে নিজের মেয়ে হিসেবে মানেননি। তাই রেখাও কখনো বাবার পদবী ব্যবহার করেননি। একটু বড় হওয়ার পর তিনি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন তাকে যৌন হেনস্থার মুখে পড়তে হয়। তখন রেখা ছিলেন কিশোরী। ‘আনজানা সফর’ নামের একটি সিনেমাতে বিশ্বজিত চ্যাটার্জির সঙ্গে অভিনয় করছিলেন রেখা। ওই সিনেমার একটি রোমান্টিক দৃশ্যে বিশ্বজিৎ জোর করেই তাকে চুমু খেয়েছিলেন। টানা ৫ মিনিট ধরে চলেছিল সেই দৃশ্য। রেখার বয়স তখন মাত্র ১৫ বছর। এতে তিনি চরম অস্বস্তিতে পড়েছিলেন।

Rekha

রেখাকে ডাইনি কেন বলা হত?

শুধু তাই নয় একসময় গায়ের রং নিয়েও বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে। তার গায়ের রং কালো ছিল বলে তাকে বডিশেমিং করা হতো। ব্যক্তিগত জীবনেও কখনো শান্তি পাননি তিনি। বিবাহিত অমিতাভ বচ্চনের প্রেমে পড়ায় তাকে আজও কথা শুনতে হয়। আবার সঞ্জয় দত্তের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়াতে সঞ্জয়ের মা নার্গিস দত্ত প্রকাশ্যেই তাকে উদ্দেশ্য করে বলেছিলেন রেখা পুরুষদের ইঙ্গিত দিয়ে থাকেন। তিনি নাকি ডাইনি।

আরও পড়ুন : অমিতাভ একা নন, এই ১০ বিবাহিত সুপারস্টার ছিলেন রেখার প্রেমিক

Rekha

আরও পড়ুন : বিয়ে করলেও কেন বিনোদ মেহেরার সঙ্গে সংসার করতে পারেননি রেখা?

এরপর যখন তিনি বিয়ে করলেন তখন তার স্বামীও বিয়ের এক বছরের মাথায় আত্মহত্যা করেন। তখনো স্বামীর মৃত্যুর কারণ হিসেবে রেখাকে দায়ী করেছিল তার শ্বশুরবাড়ি। তবে এখন সেসব পুরনো বিতর্ক অতীত। রেখা বর্তমানে সিঙ্গেল রয়েছেন এবং নিজের শর্তে বাঁচেন।