ইন্ডিয়ান আইডল সিজন ১৫ সবেমাত্র শেষ হয়েছে। বিজেতার মুকুট উঠেছে মানসী ঘোষের হাতে। দ্বিতীয় স্থানেও রয়েছেন বাংলার ছেলে শুভজিৎ চক্রবর্তী। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক হলেন এই প্রতিযোগিতার আরেক প্রতিযোগী অনিরুদ্ধ। সোশ্যাল মিডিয়াতে তিনি একটি বিস্ফোরক অভিযোগ করেছেন শো নির্মাতাদের বিরুদ্ধে। জানিয়েছেন কীভাবে তাকে চিটিংবাজি করে প্রতিযোগিতা থেকে ছুঁড়ে ফেলা হয়েছে।
ইন্ডিয়ান আইডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অনিরুদ্ধর
আসলে টপ সিক্সে উঠেও অনিরুদ্ধ এবং প্রিয়াংশু দত্ত ছিটকে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে অনিরুদ্ধ প্রথমবার মুখ খোলেন ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হওয়ার পর। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছিলেন, “আমার গতকালের পারফরমেন্সের অডিও মিক্স করা হয়নি বাকিদের মতো। তবে আমি খুব খুশি কারণ দর্শকরা আমার আসল কণ্ঠ শুনতে পেয়েছেন। বুঝতে পেরেছেন মিক্স না করেও আমার গান শুনতে কেমন লাগে।”
View this post on Instagram
ইন্ডিয়ান আইডলে ঠিক কী ঘটেছিল অনিরুদ্ধের সঙ্গে?
অনিরুদ্ধ একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, “অফ ক্যামেরা আমি বিশাল যন্ত্রণা এবং কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। ব্যাপারটা এতটাই পার্সোনাল যে আমি বাধ্য হলাম আমার কষ্ট এভাবে জানাতে। আমি তাও এই ভিডিয়োতে সবটা জানাতে পারিনি যে আমি কী কী ফেস করেছি। প্রচুর মানসিক চাপ সহ্য করেছি। তাই যারা এই ধরনের শোতে অংশ নিতে চান সেই চাপ নেওয়ার মানসিকতা নিয়ে আসবেন।” তবে একা অনিরুদ্ধ নন, গুরুতর অভিযোগ আনেন গত সিজনের আরেক প্রতিযোগী আদ্য মিশ্র।
আরও পড়ুন : রিয়েলিটি শোয়ের সবটাই সাজানো, গানও ফেক! বিস্ফোরক শান
আরও পড়ুন : টিআরপির লোভে মিথ্যে নাটক, ইন্ডিয়ান আইডলের বিরুদ্ধে বিস্ফোরক সঞ্চালিকা
ইন্ডিয়ান আইডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আদ্য শর্মার
আদ্য অনিরুদ্ধের মন্তব্যের পর লেখেন, “হাহা! ওরা আমার পারফরমেন্স কেটে দিয়েছিল। আমি স্ট্যান্ডিং ওভেশন, গোল্ডেন বাজার পেয়েছিলাম। ওরা গোটা বিষয়টা কেটে দিয়েছিল। শো থামিয়ে বলেছিল ভুল করে হয়ে গেছে। পরে সেটা বৈভবকে দিয়েছিল প্রোডাকশনের অনুরোধে। ভাবো আমার এবং আমার পরিবারের কেমন লেগেছিল। কর্ম কাউকে ছাড়ে না। আমি চাই শোয়ের নির্মাতারা একটা সজোরে থাপ্পড় খাক।”
View this post on Instagram