বিয়ে না হতেই মা হন, অক্ষয় কুমারের সঙ্গে মাখো মাখো প্রেম নিয়ে ব্যক্তিগত জীবন ছিল উথালপাথাল। বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডনের (Raveena Tandon) জীবন সিনেমার থেকে কিছু কম ছিল না। আজ আপনাদের শোনাবো ৯০ দশকের অন্যতম সেরা সুন্দরী অভিনেত্রী রবীনা ট্যান্ডনের কিছু গোপন কথা।
রবীনা ট্যান্ডন বলিউডে পা রেখেছিলেন ৯০ এর দশকের শুরুতে। ‘পাথ্থর কে ফুল’ ছিল তার প্রথম সিনেমা। শাহরুখ খান, গোবিন্দা থেকে শুরু করে অক্ষয় কুমার, বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের নায়িকা হয়েছিলেন তিনি। ১৯৯৪ সালে ‘মোহরা’ ছবিতে প্রথম এক সঙ্গে কাজ করেন অক্ষয় এবং রবিনা। এরপর দুজনে ডেট করতে শুরু করেন। তাদের বাগদান পর্যন্ত হয়ে গিয়েছিল। বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন রবীনা। আসলে অক্ষয় ছিলেন বিশ্বাসঘাতক।
রবীনার সঙ্গে সম্পর্কে থাকলেও গোপনে শিল্পা শেট্টিসহ বলিউডের একাধিক নায়িকার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক ছিল। অক্ষয়কে হাতেনাতে ধরেও ফেলেছিলেন রবীনা। এরপর তিনি ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করে নেন। তাদের বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। ২০০৪ সালে উদয়পুরে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান আছে রাশা থাদানি এবং রণবীর থাদানি। তবে রবীনার কিন্তু আরও দুই সন্তান রয়েছেন। আসলে বিয়ের আগেই মা হয়েছিলেন তিনি। তাও মাত্র ২১ বছর বয়সে।
রবীনার বয়স যখন ২১ বছর তখন তার খুড়তুতো ভাই মারা যান। তার দুই মেয়ে ছিল যাদের নাম পূজা এবং ছায়া। অতটুকু বয়সে রবীনা ভাইয়ের দুই মেয়েকে এডপ্ট করে নেন। দুজনকেই মানুষ করেছেন তিনি। তৎকালীন সময়ে কুমারী অবস্থাতেই ছোট ছোট দুটি মেয়ের দায়িত্ব নিয়েছিলেন রবীনা। তারা অবশ্য এখন অনেক বড় হয়ে গেছে। বড় দুই মেয়ের বিয়েও দিয়ে দিয়েছেন রবীনা।
আরও পড়ুন : ভারত সেরা উদ্যোগপতি! অভিনয় ছেড়ে ব্যবসা খুলে কোটি টাকা কামাচ্ছেন এই অভিনেত্রীরা
আরও পড়ুন : ৪০ পেরিয়েও অবিবাহিত! কেন বিয়ে করলেন না বলিউডের এই সুন্দরীরা?
রবীনা ট্যান্ডন শুধু সিনেমার নায়িকা নন। বাস্তবেও তিনি একজন খুবই ভালো মনের মানুষ। তিনি সমাজকর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। শিশুদের অধিকার, নারীর ক্ষমতায়ন, শিক্ষার মত সামাজিক বিষয়ে তিনি খুব সক্রিয় থাকেন। রবীনা ট্যান্ডন ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। তার মেয়ের রাশা মায়ের মতই সুন্দরী। ভবিষ্যতে তিনিও মায়ের মত অভিনয় দুনিয়াতে পা রাখবেন এমনটাই মনে করেন রবীনার ভক্তরা।