এই ৪ টি ব্লকবাস্টার ছবি ছেড়েছেন রণবীর সিং! নিজের পায়ে নিজেই মেরেছেন কুড়ুল

লেডিস ভার্সেস রিকি বহেল থেকে পদ্মাবতের আলাউদ্দিন খিলজি, বলিউড অভিনেতা রণবীর সিংয়ের কেরিয়ারের জার্নিটা বেশ চমৎকার। নিজের অভিনয় প্রতিভার জোরে আজ বলিউডের সেরা অভিনেতাদের তালিকাতে নিজের পরিচয় করেছেন রণবীর। বহু সুপারহিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। কিন্তু আরও বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা থাকতে পারতো রণবীরের ঝুলিতে। যদি না তিনি একের পর এক ভালো ভালো ছবির প্রস্তাব রিজেক্ট করতেন। আজ আপনাদের জানাবো রণবীরের ছেড়ে দেওয়া সেই ৪ টি ছবির নাম যেগুলো না করে পরে আফসোস করেছেন অভিনেতা।

কবীর সিং : শাহিদ কাপুর নন, রণবীর সিংকেই প্রথম কবীর সিং চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমাটির বক্স অফিস কালেকশন আলাদা করে বলতে হয় না। বলতে গেলে শাহিদ কাপুরের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই সিনেমা। এমন সিনেমার প্রস্তাব ছেড়ে রণবীর নিশ্চয়ই আফসোস করেছিলেন পরে।

Sam Bahadur

শ্যাম বাহাদুর : রণবীরের ছেড়ে দেওয়া ছবির তালিকায় এর পরের নামটি শ্যাম বাহাদুর। ওই সময় তিনি ৮৩ ছবির শুটিং করছিলেন। কপিল দেবের এই বায়োগ্রাফি একেবারেই চলেনি। তবে রণবীরের ছেড়ে দেওয়া শ্যাম বাহাদুরের চরিত্রটিকে লুফে নিয়েছিলেন ভিকি কৌশল।

অ্যানিম্যাল : রণবীরকে কবীর সিং করতে না পেরেও হাল ছাড়েননি সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিনি অ্যানিম্যাল সিনেমাটির প্রস্তাব দেন রণবীরকে। এখানে বলবীরের চরিত্রের জন্য রণবীর কাপুরের বদলে রণবীর সিংকেই চেয়েছিলেন পরিচালক। কিন্তু সিনেমাটির বিষয়বস্তু শুনে পছন্দ হয়নি তার। রণবীরের মনে হয়েছিল এই সিনেমাটি এবং তার চরিত্রটি খুবই ডার্ক। তিনি এত হিংস্র সিনেমা অভিনয় করতে চাননি।

আরও পড়ুন : হোলির ছুটি জমজমাট! এই সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাবে ৬ টি নতুন সিনেমা

Bombay Velvet

আরও পড়ুন : একাই ১০টি পুরস্কার পেল এই ছবি, শাহরুখ-সালমানকে টপকে ‘সেরা নায়ক’ এই অভিনেতা

বোম্বে ভেলভেট : রণবীর সিংয়ের ছেড়ে দেওয়া আরও একটি সিনেমা রণবীর কাপুরের ঝুলিতে যায়। বোম্বে ভেলভেট এই সিনেমাটি ২০১৫ সালে প্রথমে রণবীর সিংয়ের কাছে যায়। তিনি রাজি না হলে পরে সিনেমাটিতে রণবীর কাপুরকে কাস্ট করা হয়।