মা-বাবার শারীরিক সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য! ইউটিউবারের বিরুদ্ধে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকে অনেকেই চেনেন। যারা চিনতেন না তারা হয়তো তার সাম্প্রতিক একটি মন্তব্যের জন্য এতক্ষণে বেশ চিনে গিয়েছেন। বাবা-মায়ের যৌন সঙ্গম নিয়ে তার একটি বেফাঁস মন্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমত চর্চার বিষয়বস্তু হয়েছে। তার এই অশ্লীল মন্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক, রাজনৈতিক ক্ষেত্র থেকেও প্রবল বিতর্ক এবং রোষের মুখে পড়তে হচ্ছে। ক্ষমার চেয়েও বিতর্ক এড়াতে পারছেন না পারছেন না তিনি।

ইউটিউবে বিয়ার বাইসেপস নামে পরিচিত রণবীর। তিনি দেশ-বিদেশের তারকাদের নিয়ে পডকাস্ট শো পরিচালনা করেন। মজা করতে করতে সম্প্রতি একটি শোয়ে তিনি শালীনতার মাত্রা ছাড়িয়ে যান। সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে হাজির হয়েছিলেন বিভিন্ন ইউটিউবাররা। তাদের মধ্যে নানা রকম হাসিঠাট্টা চলছিল। ক্রমশ তা সীমা অতিক্রম করতে শুরু করে। এক প্রতিযোগীর সঙ্গে কথা বলতে গিয়ে রণবীর তো সব মাত্রা অতিক্রম করে যান।

 Ranveer Allahbadia

রণবীর ওই প্রতিযোগীর সঙ্গে কথা বলতে বলতে বলে বসেন, “তুমি কি তোমার বাবা মায়ের যৌন মিলন চোখের সামনে দেখতে চাও সারাজীবন, নাকি প্রথম দিনই সেই মিলনে অংশ নিয়ে বাকি সবটা শেষ করে দিতে চাও একদিনেই?” এরপর আবার তিনি ওই প্রতিযোগীকে জিজ্ঞেস করেন তার যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? ডার্ক জোকসের নামে বাবা-মা তুলে রণবীরের এমন মজা কার্যত কেউই মেনে নিতে পারেননি।

আরও পড়ুন : চেনা-পরিচয় নেই! সঞ্জয় দত্তকে ৭২ কোটি টাকার সম্পত্তি দান করলেন এক মহিলা

আরও পড়ুন : চারবার বিয়েতে মেলেনি সুখ, ৫ম বার বিয়ের পিঁড়িতে বসবেন এই টলিউড অভিনেত্রী

এত বিতর্কের পরিপ্রেক্ষিতে রণবীরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যেমন সমালোচনা হয়েছে চরম, তেমনই তার বিরুদ্ধে মামলাও হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ চরম নিন্দা করেছেন তার। এরপর সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাইতেও বাধ্য হন রণবীর। তিনি নিজের দোষ স্বীকার করে নিয়ে বলেন, “কমেডি আমার ধাতের বিষয় নয়, যা বলেছি তা অত্যন্ত ভুল।” তিনি আরও বলেন, “আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।”