রানাঘাট প্ল্যাটফর্মে গান গেয়ে ভিক্ষা করতেন একসময়। তার সেই গানে মুগ্ধ হয়েই একসময় গোটা দেশ তাকে শ্রদ্ধার নজরে দেখতো। আজ তার অবস্থা খুবই করুণ। রানাঘাটের সেই রানু মন্ডল রাতারাতি ভাইরাল হয়েছিলেন লতাকন্ঠী হিসেবে। রাতারাতি খ্যাতি, টাকা, মান-সম্মান সবই পেয়েছিলেন। কিন্তু তারপর হঠাৎ সবকিছু ওলট-পালট হয়ে যায় তার জীবনে। তার কিছু আচরণে মানুষ এতটাই ক্ষুন্ন হন যে মুখ ফিরিয়ে নেন তার থেকে। আজ সেই রানু মন্ডলের অবস্থা খুবই করুণ।
রাতারাতি সুপারস্টার হয়েছিলেন রানু মন্ডল
রাণু মণ্ডল যেমন রাতারাতি প্রচারের আলোয় এসেছিলেন, তেমনি রাতারাতি হারিয়েও গিয়েছেন মানুষের নজর থেকে। একসময় তিনি হিমেশ রেশমিয়ার সঙ্গেও গান গেয়েছেন। কিন্তু ভাইরাল হওয়ার পর থেকে রানু মন্ডলের আচরণ বদলাতে শুরু করে। তিনি যেন হঠাৎ করেই ভীষণ অহংকারী হয়ে ওঠেন। ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন তিনি। তারপর থেকেই মানুষ তার থেকে মুখ ফেরাতে শুরু করেন।
কীভাবে দিন কাটছে রানু মন্ডলের?
একটা সময় রানু মন্ডলের বাড়িতে প্রচুর ভক্তরা আসতেন। তার কাছে অনেক রেকর্ডিং এর অফার আসতো। কিন্তু এখন আর তার কাছে কোনও কাজের প্রস্তাব আসে না। আগের মত স্টেশনে বসে ভিক্ষাও করতে পারেন না তিনি। মাঝে মাঝে কিছু মানুষ তাকে দেখতে এসে খাবার দিয়ে যান। ইউটিউব ভিডিও এর ভিউয়ের জন্য তাকে দিয়ে অদ্ভুত নাচ-গান করান। তাতেই কোনরকমে দিন চলছে রানু মন্ডলের। কিন্তু এখন পেটের ভাতের জোগাড় হয় না। আর মানুষও তাকে খুব অপমান করেন, অত্যাচার করেন।
আরও পড়ুন : ইউটিউব থেকে কত আয় করেন ভারতীয় ইউটিউবরা? কে বেশি ধনী জানেন?
আরও পড়ুন : তার গানে নেচে ভাইরাল হলেও দেননি একটা টাকা! জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে সোচ্চার ‘বাদাম কাকু’
মানুষের অত্যাচারের শিকার হচ্ছেন রানু
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অবস্থার কথা জানাতে গিয়ে রানু বলেছেন, ‘‘২০১৯ সালটা তার জীবনে লাকি ছিল। তারপর থেকে খুব বাজে ভাবে দিন কাটছে। ঘরে আটা-ময়দা টুকুও থাকে না। আজকাল মানুষ টর্চার করে। কারো মধ্যে কোনও মনুষ্যত্ব বোধ নেই।” রানু মণ্ডলের আক্ষেপ, ‘‘যারা আমায় ভাইরাল করেছিল আজ তারা কেউ খোঁজ রাখে না।’’