মঞ্চে উঠে গান গাইলেন ‘রাঙা বউ’ শ্রুতি দাস, হু হু করে ভাইরাল ভিডিও

‘রাঙা বউ’ শ্রুতির গলায় গান শুনে মন্ত্রমুগ্ধ নেটপাড়া

শ্রুতির প্রথম ধারাবাহিক জি বাংলা (Zee Bangla) -র ‘ত্রিনয়নী’ দিয়েই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি। শ্রুতি দাস কাটোয়া থেকে কলকাতায় এসেছিলেন নিজের মডেলিং এর স্বপ্ন পূরণ করতে। পাশাপাশি নিজের স্নাতকোত্তরের পড়াশোনা করছিলেন। আর তৃতীয় বর্ষের পড়ার সময় তার মধ্যে অভিনয়ের ঝোঁক চেপে বসে। আর তাই একদিন পড়াশোনার ফাঁকে দিয়ে দিলেন অডিশন। আর প্রথম অডিশনেই মিলে যায় ছোট পর্দাতে অভিনয়ের সুযোগ।

Shruti Das

তবে ভালো অভিনয় ছাড়াও ত্রিনয়নী’ নায়িকা শ্রুতি অনেক ছোটবেলা থেকেই ভালো নাচ করে। কিন্তু শ্রুতি যে ভালো গায়িকাও, সেটা জানা গিয়েছিলো অনেক পরে। আর এদিন পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তীতে তাকে বাতাসে গুন গুন গানটি গাইতে দেখা গেল। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে আপ্লুত তার অনুগামীরা।

শ্রুতি সোমবার তার প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাকে লাল রঙের একটি শাড়ি পরে, নতুন বউ সেজে মাইক হাতে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির জিৎ গঙ্গোপাধ্যায় এবং জুন বন্দ্যোপাধ্যায়ের গাওয়া বাতাসে গুনগুন’ গানটি গাইতে দেখা যায়। যদিও অভিনেত্রী একা ছিলেন না। তার সঙ্গে ছিলেন অভিনেতা নীল চট্টোপাধ্যায়।

Shruti Das

এদিন গান গাওয়ার ভিডিওটি পোস্ট করে শ্রুতি ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্নের মতো সুন্দর। ৪ বছর পর নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একবার এই ভাইরাল গানটি। পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ আমায় এত ভালোবাসা এবং এই সুযোগ দেওয়ার জন্য’। তবে পছন্দের নায়িকার গলায় হিট গান শুনে অভিভূত ভক্তরা।

আরও পড়ুন : সরকারি চাকরি ছেড়ে অভিনয়! মোটা টাকার চাকরি ছেড়ে সিরিয়ালে কাজ করছেন এই ৫ তারকা

শ্রুতি শেয়ার করা কয়েক ঘণ্টার মধ্যে লক্ষাধিক ভিউজ পার করে যাই। অনেকে আবার কমেন্টে নিজেদের মতামত জানিয়েছেন।কাঞ্চনা মৈত্র তার এই পোস্টে লেখেন, ‘কাল তোরা দুজন জাস্ট জমিয়ে দিয়েছিলি।’ ফাল্গুনী চট্টোপাধ্যায় লেখেন, ‘অপূর্ব।’ দিয়া চক্রবর্তী লেখেন, ‘আমার দেখা অন্যতম সেরা অভিনেত্রী যে এতটা গুণী। যেমন ভালো গান গাও তেমনই ভালো অভিনয় করো।’

আরও পড়ুন : দর্শকদের দাবিই শেষ কথা! রাতারাতি বদলে গেল ‘কার কাছে কই মনের কথার গল্প’