বলিউডের এই ৯ সুন্দরী ছিলেন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা

রণবীর কাপুরকে লেডি কিলার কেন বলা হয়? বলিউডে নাকি এমন কোনও নায়িকা নেই যার সঙ্গে রণবীরের সম্পর্ক ছিল না। সেই দিক থেকে আলিয়া ভাটকে বেশ ভাগ্যবতীও বলা হয়, কারণ তিনি ছোটবেলায় যাকে বিয়ে করতে চেয়েছিলেন বড় হয়ে তাকেই পেয়েছেন। নয়তো বলিউডের বড় বড় নায়িকারাও রণবীরকে বিয়ের বাঁধনে বাঁধতে পারেননি। রণবীর কাপুরের এই প্রাক্তন প্রেমিকাদের তালিকাটা কিন্তু বেশ লম্বা। আলিয়া ভাটের আগে বলিউডের কোন কোন অভিনেত্রীর সঙ্গে প্রেম করতেন রণবীর? নয়

১. অবন্তিকা মালিক : কলেজে পড়তে পড়তে অবন্তিকার প্রেমে পড়েছিলেন রণবীর। বেশ কিছুদিন প্রেম চলেছিল দুজনের। কিন্তু বেশিদূর গড়াতে পারেনি সেই সম্পর্ক। রণবীরকে ছেড়ে পরে আমির খানের ভাগ্নে ইমরান খানকে বিয়ে করেন অবন্তিকা।

Nandita Mahtani

২. নন্দিতা মাহতানি : বয়সে বেশ বড় এক প্রেমিকাও ছিল রণবীরের। তিনি হলেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানি। নন্দিতা আবার রণবীরের দিদি করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই এই সম্পর্কের কথা জানাজানি হতেই আলাদা হয়ে যান দুজনে।

৩. সোনম কাপুর : সোনম যখন বলিউডে পা রাখেন, তখন রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ‘সাওয়ারিয়া’ সিনেমার শুটিং চলাকালীনই নাকি দুজনের মধ্যে প্রেম হয়। সিনেমাটি বক্স অফিসে ডাহা ফ্লপ করে। সেই সঙ্গে দুজনের প্রেমটাও ভেঙে যায়। খুবই খারাপভাবে নাকি শেষ হয়েছিল রণবীর এবং সোনমের সম্পর্ক। কফি উইথ করণে এসে দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিলে রণবীরের ভীষণ সমালোচনাও করেছিলেন সোনম।

Deepika Padukone

৪. দীপিকা পাড়ুকোন : রণবীরের সবথেকে চর্চিত প্রেমিকা ছিলেন দীপিকা পাড়ুকোন। ‘বাচনা এ হাসিনো’ সিনেমার শুটিং করতে গিয়েই দুজনের মধ্যে প্রেম হয়। বেশ কিছু বছর টিকেছিল এই সম্পর্ক। দীপিকা রণবীরের নামে নিজের ঘাড়ে একটি ট্যাটুও করিয়েছিলেন। কিন্তু রণবীরের জীবনে ক্যাটরিনা কাইফের আগমনে এই সম্পর্কটাও খুব খারাপ ভাবে ভাঙ্গে।

৫. ক্যাটরিনা কাইফ : ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে চর্চা ছিল বিস্তর। আসলে সেই সময় দীপিকা, ক্যাটরিনা এবং রণবীরের ত্রিকোণ প্রেমের গল্প ছিল বলিউডের মুচমুচে গসিপ। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। সেই সময় ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিং চলছিল। কিন্তু রণবীরের আর পাঁচটা প্রেমের মত এই সম্পর্কেরও মেয়াদ ফুরিয়েছিল খুব তাড়াতাড়ি।

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা

Mahira Khan

৬. মাহিরা খান : পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গেও নাকি বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। দুজনকে একসঙ্গে নিউইয়র্কের রাস্তাতেও দেখা গিয়েছিল।

৭. নার্গিস ফাখরি : পাকিস্তানের আরেক সুন্দরী নার্গিসের সঙ্গেও রণবীরের প্রেমের গুঞ্জন ছিল। বিশেষ করে রণবীরের মা নিতু কাপুরের সঙ্গে নার্গিসের সম্পর্ক ছিল দারুণ। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ভেঙে যায় তাদের সম্পর্ক।

আরও পড়ুন : ২০২৫ সালে বলিউডে পা রাখছে এই ৭ তারকা সন্তান

Anjelah Johnson

৮. আঞ্জেলা জনসন : অ্যাঞ্জেলা রণবীরের পুরনো প্রেমিকা। ২০১১ সালে তাদের সম্পর্কের কথা নিউজ মিডিয়ায় প্রকাশ পায়। এতে প্রচন্ড বিরক্ত হয়ে রণবীর অ্যাঞ্জেলার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন।

৯. আলিয়া ভাট : সবশেষে সবাইকে টপকে কাপুর পরিবারের বউমা হলেন আলিয়া ভাটই। রণবীরকে নাকি ছোটবেলা থেকেই পছন্দ করতেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ের সময় দুজনের প্রেম হয়। তারপর বিয়ে হতেও খুব বেশি সময় লাগেনি। তাদের মেয়ে রাহা তো ইন্টারনেট মিডিয়ার সেন্সেশন জন্মের পর থেকেই।